পাকিস্তানের সাজঘরের অবস্থা কেমন ছিল? ছবি পিটিআই
এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে হারাতে এতটাই মরিয়া ছিল পাকিস্তান, যে ক্রিকেটাররা সাময়িক ভাবে কুসংস্কারাছন্ন হয়ে পড়েছিলেন। এমন কথাই সামনে আনলেন দলের বোলিং কোচ শন টেট। জানিয়েছেন, পাকিস্তানের ইনিংস চলার সময় যে ক্রিকেটার যেখানে বসেছিলেন, তাঁকে সেখানেই বসে থাকতে হচ্ছিল। কেউ নড়তে গেলেই বাকিরা তাঁকে বারণ করছিলেন।
সাজঘরের পরিবেশ বর্ণনা করতে গিয়ে টেট বলেছেন, “আমি কাচের ঘরের ভিতরে বসেছিলাম। ক্রিকেটাররা যেমন প্রচণ্ড উত্তেজিত ছিল, তেমনই কেউ কেউ একটু চাপে পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলাম। কেউ নড়াচড়া করলেই বাকিরা তাকে বলছিল, একদম নড়াচড়া কোরো না। আসলে উত্তেজক একটা ম্যাচ হলে এ রকম হতেই পারে।”
বাবর আজম এবং ফখর জমান ফেরার পর কিছুটা চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। তবে দলকে জিতিয়ে দেন মহম্মদ রিজওয়ান এবং মহম্মদ নওয়াজ। যদিও কোনও ব্যাটার নয়, পাকিস্তানের জয়ের পিছনে এক বোলারের অবদানকেই উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। তিনি হ্যারিস রউফ। শেষ ওভারের প্রথম বলে ওয়াইড করেন রউফ। তার পরে রউফের তিনটি বলে রান করতে পারেননি কোহলী। শেষ দিকে ফখর খারাপ ফিল্ডিং করলেও চাপ হয়নি।
"The most important part of my job is getting the next guys ready"
— Pakistan Cricket (@TheRealPCB) September 5, 2022
🗣️ Pakistan bowling coach Shaun Tait talks about the performance of the pacers, managing injuries and his highlight from Pakistan's win over India last night #AsiaCup2022 pic.twitter.com/WHqZ6HFZYw
টেট বলেছেন, “শেষ ওভারটা দুর্দান্ত বল করেছে হ্যারিস। অনেক দিন ধরে ইয়র্কার এবং মন্থর গতির বল নিয়ে কাজ করছে। শেষ ওভারে সেই পরিকল্পনা দারুণ ভাবে কাজে লেগেছে। ওটাই ম্যাচ জিতিয়েছে আমাদের।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy