—ফাইল চিত্র
বিরাট কোহলীর শতরানের পর ভুবনেশ্বর কুমারের পাঁচ উইকেট। আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের।
অশ্বিনের বলে আউট মুজিব। ৮৭ রানে আট উইকেট হারাল আফগানিস্তান।
প্রথম ওভার বল করতে এসেই উইকেট তুলে নিলেন দীপক হুডা। তুলে নিলেন রশিদ খানের উইকেট। সপ্তম উইকেট হারাল আফগানিস্তান।
বল হাতে আফগানিস্তানকে ধ্বংস করছে ভারত। ভুবনেশ্বর কুমার চার ওভার বল করে চার রান দিয়ে পাঁচ উইকেট নিলেন।
বিরাট শতরানে ভর করে ২১২ রান তুলল ভারত। ৬১ বলে ১২২ রান তুললেন বিরাট। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই তাঁর প্রথম শতরান।
বিরাট কোহলীর শতরান। আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে শতরান করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
বিরাট এবং রাহুল ওপেন করতে নেমে অর্ধশতরান করলেন। ওপেনিং জুটিতে ১১৯ রান তোলেন তাঁরা। ৬২ রান করে আউট হয়ে যান রাহুল। সূর্যকুমার যাদব তিন নম্বরে ব্যাট করতে নেমে প্রথম বলে ছক্কা হাঁকান। পরের বলেই বোল্ড হয়ে যান তিনি।
A well made FIFTY for @imVkohli 👏
— BCCI (@BCCI) September 8, 2022
His 33rd in T20Is.
Live - https://t.co/QklPCXU2GZ #INDvAFG #AsiaCup2022 pic.twitter.com/0bVcnuVPma
ওপেনিং জুটিতেই রান তুলছে ভারত। বিরাট অপরাজিত ৪৪ রানে। রাহুল করেছেন ৪২ রান। তাঁদের দাপটে ১০ ওভারে ৮৭ রান তুলল ভারত।
এ বারের এশিয়া কাপে ভারতের সফলতম ওপেনিং জুটি। রাহুল এবং বিরাট মিলে সাত ওভারে তুলে নিলেন ৬১ রান।
বাঁহাতি পেসারদের প্রথম ধাক্কাটা সামলালেন রাহুল এবং বিরাট।
প্রথম ওভারে ৬ রান তুলল ভারত। ওপেন করতে নেমেছেন রাহুল এবং বিরাট।
রোহিত শর্মা নেই। দলে রাখা হয়নি হার্দিক পাণ্ড্যকেও। দলে নেওয়া হল দীপক চাহার, অক্ষর পটেলকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy