Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Asia Cup 2022

শ্রীলঙ্কার বিরুদ্ধে কী পরিকল্পনা করে নেমেছে বাংলাদেশ? জানিয়ে দিলেন দলের ব্যাটার

এশিয়া কাপের লড়াইয়ে টিকে থাকতে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হবে বাংলাদেশকে। মরণ-বাঁচন ম্যাচে নামার আগে বিশেষ পরিকল্পনা করেছেন শাকিবরা। সে কথা জানালেন দলের ব্যাটার মোসাদ্দেক।

আফগানিস্তানের বিরুদ্ধে সব থেকে বেশি রান করেও বাংলাদেশকে জেতাতে পারেননি মোসাদ্দেক।

আফগানিস্তানের বিরুদ্ধে সব থেকে বেশি রান করেও বাংলাদেশকে জেতাতে পারেননি মোসাদ্দেক। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ ২০:১০
Share: Save:

এশিয়া কাপে মরণ-বাঁচন ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছে বাংলাদেশ। প্রতিযোগিতার শেষ চারে পৌঁছতে গেলে জিততেই হবে শাকিব আল হাসানদের। গুরুত্বপূর্ণ ম্যাচে বিশেষ পরিকল্পনা করে নেমেছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে সেই পরিকল্পনার কথা জানালেন দলের ব্যাটার মোসাদ্দেক হোসেন।

আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সব থেকে বেশি ৪৮ রান করেছেন মোসাদ্দেক। কিন্তু তাতে হার বাঁচাতে পারেননি তাঁরা। শ্রীলঙ্কাকে হারাতে দলের স্পিনারদের উপরে ভরসা করছেন তিনি। মোসাদ্দেক বলেছেন, ‘‘এই উইকেটে স্পিনারদের বিরুদ্ধে খেলা কঠিন। আমাদের স্পিন আক্রমণ বেশ ভাল। যদি আমরা ১৫ ওভারের মধ্যে ওদের পাঁচ উইকেট তুলে নিতে পারি তা হলে আমদের জেতার সুযোগ বাড়বে। ডেথ ওভারে বল করার সময় আমাদের আরও একটু বেশি সতর্ক থাকতে হবে।’’

আফগানিস্তানের বিরুদ্ধে মোসাদ্দেক রান করলেও দলের বাকি ব্যাটাররা ব্যর্থ। শ্রীলঙ্কাকে হারাতে গেলে ব্যাটারদের আরও বেশি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন মোসাদ্দেক। তিনি বলেন, ‘‘ব্যাটিং করার সময় আমাদের জুটি বাঁধার চেষ্টা করতে হবে। তবেই আমরা বড় রান করতে পারব।’’

রশিদ খানদের বিরুদ্ধে হারের পরে নিজের হতাশার কথা জানিয়েছিলেন মোসাদ্দেক। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন, ‘‘টি-টোয়েন্টি ম্যাচে শুরুতে উইকেট পড়ে গেলে খুব সমস্যা হয়। সেটাই হল। আমরা যদি ১৪০ রান করতে পারতাম তা হলে খেলাটা অন্য রকম হত। আমরা খুব খারাপ খেলিনি। কিন্তু আরও ১৫ রান করলে ওরা চাপে থাকত।’’ হতাশা প্রকাশ করেছিলেন শাকিবও। বাংলাদেশের অধিনায়ক বলেছিলেন, ‘‘প্রথম সাত-আট ওভারে চার উইকেট পড়ে গেলে পরিস্থিতি কঠিন হয়ে যায়। তাও আমাদের বোলাররা দারুণ বোলিং করেছে। ১৪-১৫ ওভার পর্যন্ত লড়াইয়ে ছিলাম আমরা। উইকেট কিন্তু খারাপ ছিল না। মনে হয়েছিল এই উইকেটে আমরা ভালই করব। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারলাম না।’’

শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে হেরেছেন বাংলাদেশের অধিনায়ক শাকিব। প্রথমে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। শাকিব জানিয়েছেন, টসে জিতলে প্রথমে বল করতেন। কিন্তু টস তো কারও হাতে থাকে না। তাই তাঁরা বড় রান করার চেষ্টা করবেন। শুধু রান করলেই হবে না, সেই রানের আগে শ্রীলঙ্কাকে আটকাতে হবে। কী ভাবে তা করবেন, সেই পরিকল্পনা জানিয়ে দিলেন মোসাদ্দেক।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE