অ্যান্ডি ফ্লাওয়ার. ফাইল ছবি
আইপিএল-এর নতুন দল লখনউ তাদের কোচ হিসেবে ঘোষণা করল অ্যান্ডি ফ্লাওয়ারের নাম। জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার এবং অধিনায়কের নাম বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল। শুক্রবার সরকারি ভাবে তাঁর নাম ঘোষণা করা হল।
গত দুই মরসুম ধরে পঞ্জাব কিংসের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন ফ্লাওয়ার। এই প্রথম পূর্ণ সময়ের কোচ হিসেবে দায়িত্ব নেবেন তিনি। শোনা গিয়েছে, কেএল রাহুলকেও নাকি নিতে চলেছে লখনউ। সে ক্ষেত্রে আইপিএল-এ ফের জুটি বাঁধতে চলেছেন ফ্লাওয়ার এবং রাহুল।
Former Zimbabwe captain and wicketkeeper Andy Flower will coach IPL's Lucknow franchise.
— RP Sanjiv Goenka Group (@rpsggroup) December 17, 2021
Dr Sanjiv Goenka, Owner, Lucknow IPL team welcomed Andy to the RPSG family.#IndianPremierLeague #LucknowIPL #LucknowIPLTeam #Cricket #AndyFlower @IPL pic.twitter.com/RwTeony9ym
লখনউ দলের মালিক কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘খেলোয়াড় এবং কোচ হিসেবে ক্রিকেটের ইতিহাসে অসামান্য অবদান রয়েছে অ্যান্ডির। ওঁর পেশাদারিত্বকে আমরা সম্মান করি। আশা করি দলের প্রতি আমাদের মতাদর্শ এবং মূল্যবোধকে সঙ্গে নিয়েই উনি কাজ করবেন।’
ফ্লাওয়ার নিজেও প্রচণ্ড উত্তেজিত। বলেছেন, ‘লখনউতে যোগ দিতে পেরে খুবই ভাল লাগছে। সুযোগ পেয়ে আপ্লুত। ১৯৯৩ সালে প্রথম বার ভারত সফরের পর থেকে এই দেশে খেলতে পেরে এবং কোচিং করাতে পেরে সম্মানিত বোধ করেছি। ক্রিকেটের প্রতি এখানকার সমর্থকদের ভালবাসার কোনও তুলনা নেই।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy