Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
IPL Auction 2025

রবিতে আইপিএল নিলাম, ক’জন উঠবেন, বিক্রি হবেন কত জন, কখন শুরু ‘দ্রুত নিলাম’, হদিস সব নিয়মের

২৪ এবং ২৫ নভেম্বর আইপিএলের নিলাম হবে। ভারতীয় সময় দুপুর ৩.৩০ থেকে নিলাম শুরু হবে। নিলামে সবচেয়ে বেশি ১১০.৫ কোটি টাকা নিয়ে নামবে পঞ্জাব কিংস।

IPL trophy

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ০৮:৪২
Share: Save:

অপেক্ষা আইপিএলের নিলামের। ১০ দলের লড়াই ক্রিকেটার কিনে নেওয়ার। কোন ক্রিকেটার কত দাম পাবে সেই নিয়ে হবে টাকার লড়াই। কিন্তু আইপিএলের নিলামের রয়েছে বিভিন্ন নিয়ম। এক নজরে দেখে নেওয়া যাক সেই সব নিয়মগুলি।

কখন, কবে, কোথায় নিলাম?

২৪ এবং ২৫ নভেম্বর আইপিএলের নিলাম হবে। ভারতীয় সময় দুপুর ৩.৩০ থেকে নিলাম শুরু। ভারত-অস্ট্রেলিয়া চলতি টেস্টের তৃতীয় এবং চতুর্থ দিনের খেলা থাকবে। ভারতের ম্যাচ এবং নিলাম একই সময়ে যাতে না হয় সেই কারণেই ভারতীয় সময় দুপুর ৩.৩০ থেকে নিলাম শুরু হবে। তত ক্ষণে দিনের খেলা শেষ হয়ে যাবে পার্‌থে। নিলাম হবে সৌদি আরবের জেড্ডায়। সেখানে সব দলের প্রতিনিধিরা থাকবেন। নিলাম পরিচালনা করবেন মল্লিকা সাগর। তিনি গত বারও নিলাম পরিচালনা করেছিলেন। স্টার স্পোর্টস এবং জিয়োসিনেমায় সম্প্রচারিত হবে নিলাম।

নিলামে উঠবেন কত জন?

এই বছর নিলামে উঠবেন ৫৭৪ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ৩৬৬ জন ভারতীয়। বাকি ২০৮ জন বিদেশি। ৩৬৬ জন ভারতীয় ক্রিকেটারের মধ্যে ৩১৮ জন কখনও দেশের হয়ে খেলেননি। বিদেশিদের মধ্যে ১২ জন আছেন যাঁরা দেশের হয়ে খেলেননি। ভারতীয় দলের হয়ে খেলা ৪৮ জন ক্রিকেটার নিলামে উঠবেন। বিদেশিদের মধ্যে ১৯৩ জন ক্রিকেটার নিলামে উঠবেন যাঁরা দেশের হয়ে খেলেছেন।

নিলামে বিক্রি হতে পারেন কত জন?

আইপিএলে মোট ১০টি দল খেলবে। প্রতিটি দল সর্বাধিক ২৫ জন ক্রিকেটারকে দলে নিতে পারে। নিলামের আগে ইতিমধ্যেই সব দল কিছু ক্রিকেটারকে ধরে রেখেছে। নিলামে সর্বাধিক ২০৪ জন ক্রিকেটার বিক্রি হতে পারেন। সব দল ৮ জন বিদেশি ক্রিকেটারকে দলে রাখতে পারে। ফলে নিলামে ৭০ জন বিদেশি ক্রিকেটার বিক্রি হতে পারেন।

কোটির ঘরে কত জন ক্রিকেটার?

নিলামের আগে ক্রিকেটারেরা নিজেদের ন্যূনতম দাম বেছে নিয়েছে। সর্বোচ্চ দাম ২ কোটি টাকা। ৮১ জন ক্রিকেটার নিজেদের সেই দাম রেখেছেন। দেড় কোটি টাকা ন্যূনতম দাম রেখেছেন ২৭ জন ক্রিকেটার। এক কোটি ২৫ লক্ষ টাকা দাম রেখেছেন ১৮ জন ক্রিকেটার। এক কোটি টাকা দাম রেখেছেন ২৩ জন ক্রিকেটার।

অ্যাক্সেলারেটেড নিলাম

নিলামে কোন কোন ক্রিকেটার রয়েছেন তার তালিকা জানিয়ে দেওয়া হয়েছে। সেই তালিকায় থাকা ক্রিকেটারদের প্রথম ১১৬ জনের নিলাম হবে। তাঁদের প্রত্যেকের নাম ডাকা হবে। বাকি ক্রিকেটারদের সকলের নাম ডাকা হবে না। ১১৭ থেকে ৫৭৪ নম্বর ক্রিকেটারদের মধ্যে থেকে নিজেদের পছন্দের ক্রিকেটারদের নাম জমা দিতে হবে দলগুলিকে। যে যে ক্রিকেটারের নাম জমা পড়বে, শুধু সেই ক্রিকেটারদেরই নিলামে ডাকা হবে।

আরটিএম কার্ড

নিলামে সব দলের কাছেই থাকবে আরটিএম কার্ড। এই কার্ডের মাধ্যমে সব দল গত আইপিএলে দলে থাকা ক্রিকেটারকে আবার ফিরিয়ে নিতে পারবে। তবে নিলামে যে দাম উঠবে, সেই দাম দিয়েই নিতে হবে। তবে যে যে দল নিলামের আগেই ছ’জন ক্রিকেটারকে দলে নিয়ে নিয়েছে, তারা আরটিএম কার্ডের ব্যবহার করতে পারবে না। পঞ্জাব কিংস যেমন মাত্র দু’জন ক্রিকেটারকে নিলামের আগে ধরে রেখেছে। তাদের কাছে সুযোগ থাকবে চার জন ক্রিকেটারকে আরটিএম কার্ডের মাধ্যমে দলে ফিরিয়ে নেওয়ার।

কোন দলের হাতে কত টাকা

নিলামের আগে ক্রিকেটার ধরে রাখার পর সবচেয়ে বেশি টাকা আছে পঞ্জাব কিংসের। সবচেয়ে কম টাকা রয়েছে রাজস্থান রয়্যালসের হাতে। এক নজরে দেখে নেওয়া যাক কোন দলের হাতে রয়েছে কত টাকা।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

কোন দল সর্বোচ্চ কত জনকে নিতে পারবে

সব দল ২৫ জন করে ক্রিকেটার নিতে পারবে। এর মধ্যে কিছু ক্রিকেটার সব দল ধরে রেখেছে। এক নজরে দেখে নেওয়া যাক নিলামে কোন দল সর্বোচ্চ কত জন ক্রিকেটারকে দলে নিতে পারবে।

চেন্নাই সুপার কিংস: ২০ (৭ জন বিদেশি)

দিল্লি ক্যাপিটালস: ২১ (৭ জন বিদেশি)

গুজরাত টাইটান্স: ২০ (৭ জন বিদেশি)

কলকাতা নাইট রাইডার্স: ১৯ (৬ জন বিদেশি)

লখনউ সুপার জায়ান্টস: ২০ (৭ জন বিদেশি)

মুম্বই ইন্ডিয়ান্স: ২০ (৮ জন বিদেশি)

পঞ্জাব কিংস: ২৩ (৮ জন বিদেশি)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ২২ (৮ জন বিদেশি)

রাজস্থান রয়্যালস: ১৯ (৭ জন বিদেশি)

সানরাইজার্স হায়দরাবাদ: ২০ (৫ জন বিদেশি)

অন্য বিষয়গুলি:

IPL Auction 2025 Mallika Sagar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy