আইপিএলে পাঁচটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের। তিনটি ম্যাচে হারতে হয়েছে অজিঙ্ক রাহানেদের। মঙ্গলবার ঘরের মাঠে হারতে হয়েছে লখনউ সুপার জায়ান্টসের কাছে। চার পয়েন্ট নিয়ে কেকেআর রয়েছে ষষ্ঠ স্থানে। এই পরিস্থিতিতে বুধবার কেকেআর শিবিরে যোগ দিলেন অলরাউন্ডার অভিষেক কুমার দালহোর।
ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে মাঝি মুম্বইয়ের হয়ে নজর কেড়েছেন দালহোর। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে তিনিই সবচেয়ে দামি ক্রিকেটার। ব্যাট হাতে দক্ষ হলেও দালহোরের সাফল্য বেশি জোরে বোলার হিসাবে। অভিষেক বচ্চনের দলকে প্রতিযোগিতার দ্বিতীয় মরসুমে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। আইপিএলের মাঝপথে তাঁকে দলে নিল কেকেআর। তবে কলকাতার মূল দলের অংশ নন দালহোর। তিনি অজিঙ্ক রাহানেদের শিবিরে যোগ দিয়েছেন নেট বোলার হিসাবে। কেকেআরের ব্যাটারদের অনুশীলনে সাহায্য করবেন ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্রিকেটার।
আরও পড়ুন:
মাঝি মুম্বইয়ের হয়ে দু’মরসুমে ১৯টি ম্যাচ খেলে দালহোর করেছেন ৩২৪ রান। নিয়েছেন ৩৩টি উইকেট। প্রথম বছর প্রতিযোগিতার সেরা ক্রিকেটার এবং দ্বিতীয় বছর সেরা বোলারের পুরস্কার পেয়েছেন। টেনিস বলে রাস্তায় ক্রিকেট খেলে বড় হয়েছেন দালহোর। আইপিএলে চাপে পড়ে যাওয়া রাহানেরা এখন তাঁর বলে অনুশীলন করে আগামী ম্যাচগুলির জন্য প্রস্তুত হবেন।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
১৯:৪০
রবিবার বৈভবের চার-ছক্কার জন্য গলা ফাটাবেন সাউথগেট, ইডেনে থাকছেন ইংল্যান্ডের প্রাক্তন কোচ -
১৫:০০
উঠতি প্রতিভাদের সন্ধান পেয়েও পাত্তা দেয়নি চেন্নাই! খেসারত দিতে হচ্ছে ধোনিদের -
১৩:৪১
ব্যাট নিয়ে ১৪ বছরের বৈভবের সঙ্গে ‘ঝগড়া’ ৩১ বছরের নীতীশের! কী হল রাজস্থান রয়্যালস শিবিরে -
১২:২৭
কোণঠাসা হায়দরাবাদ এখনও পৌঁছোতে পারে আইপিএলের প্লে-অফে, কতটা কঠিন কামিন্সদের অঙ্ক -
১১:০১
লাথির বদলা ব্যাটে? ইডেনে যশস্বীদের হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে নামছে রাহানের কেকেআর