Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Ajinkya Rahane

Ajinkya Rahane: চোট সারিয়ে অধিনায়ক হয়ে মাঠে ফিরছেন রহাণে, কোথায় খেলবেন

দলীপ ট্রফিতে খেলবেন রহাণে। পশিমাঞ্চলকে নেতৃত্ব দেবেন তিনি। দলে রাখা হয়েছে শ্রেয়স, পৃথ্বীদের।

দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন রহাণে।

দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন রহাণে। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২২ ১১:২২
Share: Save:

চোট সারিয়ে মাঠে ফিরছেন অজিঙ্ক রহাণে। দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের অধিনায়ক করা হল তাঁকে। সেই দলেই খেলবেন শ্রেয়স আয়ার, পৃথ্বী শ-রা। ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীপ ট্রফি। ফাইনাল ২৫ সেপ্টেম্বর।

কুঁচকিতে চোট ছিল রহাণের। দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন তিনি। চোট সারিয়ে এ বার দলীপ ট্রফিতে নামতে চলেছেন রহাণে। সেই দলে রঞ্জি ফাইনাল খেলা মুম্বই দলের একাধিক ক্রিকেটার রয়েছেন। আন্তর্জাতিক মঞ্চে খেলা পৃথ্বী শ, শ্রেয়স আয়ার, শার্দূল ঠাকুরের মতো ক্রিকেটাররা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন যশস্বী জয়সবাল, শামস মুলানি, হার্দিক তোমর, তানুশ কোতিয়ানের মতো তরুণ ক্রিকেটার।

পশ্চিমাঞ্চল দলে রয়েছেন জয়দেব উনাদকটের মতো অভিজ্ঞ ক্রিকেটারও। রয়েছেন রাহুল ত্রিপাঠি। গুজরাতের চিন্তন গাজা এবং হেত পটেলও রয়েছেন রহাণের দলে।

মধ্যাঞ্চলের অধিনায়ক করণ শর্মা। সেই দলে বেঙ্কটেশ আয়ার, কুমার কার্তিকেয়, হিমাংশু মন্ত্রীর মতো ক্রিকেটাররা রয়েছেন।

অন্য বিষয়গুলি:

Ajinkya Rahane duleep trophy Domestic Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE