শ্রীলঙ্কার ব্যাটারকে আউট করে আফগান ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: টুইটার
কিছু দিন আগেই আইপিএলে ভাল খেলে গিয়েছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। এ বার দেশের জার্সিতেও তাদের ভাল পারফরম্যান্স দেখা গেল। শুক্রবার প্রথম এক দিনের ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে দিল তারা।
টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাসমাতুল্লা শাহিদি। শুরুতেই দিমুথ করুণারত্নেকে ফেরান ফজলহক ফারুকি। এর পর ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ধস সামাল দেন চরিথ আসালঙ্কা এবং ধনঞ্জয় ডি’সিলভা। দু’জনে মিলে পঞ্চম উইকেটে ৯৯ রানের জুটি গড়েন। ধনঞ্জয় (৫১) অর্ধশতরান পেলেও আসালঙ্কা (৯১) শতরানের দোরগোড়া থেকে ফেরেন। নির্ধারিত ৫০ ওভারে ২৬৮ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কা। আইপিএল ফারুকি এবং ফরিদ আহমেদ দুটি করে উইকেট নেন।
জবাবে ১৪ রানের মাথায় রহমানুল্লা গুরবাজ আউট হন। কিন্তু আফগানিস্তানকে এগিয়ে নিয়ে যান ইব্রাহিম জাদরান এবং রহমত শাহ। দু’জনে দ্বিতীয় উইকেটে ১৪৬ রানের জুটি গড়েন। ইব্রাহিম ৯৮ রানে ফেরেন। রহমত করেন ৫৫। এর পর শাহিদির ৩৮ জয়ের কাছাকাছি পৌঁছে দেয় আফগানিস্তানকে। তিন ওভারেরও বেশি বাকি থাকতে আফগানিস্তানকে জিতে যায়। আইপিএল জয়ী বোলার মাথিশা পাথিরানা শ্রীলঙ্কার হয়ে ৮.৫ ওভারে ৬৬ রানে একটি উইকেট পেয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy