পাশ: ভারতের বিরুদ্ধে খেলার অনুমতি পেয়ে গেলেন মিলনে।
লকি ফার্গুসন চোট পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে নিউজ়িল্যান্ড দলে সুযোগ পেয়েছেন তিনি। সেই অ্যাডাম মিলনে জানিয়ে দিলেন, রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচে বিশেষ ছাপ রাখতে চান।
বিশ্বকাপে নিউজ়িল্যান্ড ক্রিকেট দলে রিজ়ার্ভ খেলোয়াড় হিসেবে ছিলেন মিলনে। কিন্তু পায়ের পেশিতে চোট পাওয়ার পরে দল থেকে ছিটকে যান লকি। তার জায়গায় দলে ঢুকে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলার কথা ছিল মিলনের। কিন্তু ম্যাচের দিন মাঠে ঢুকে নিউজ়িল্যান্ড দল জানতে পারে, চোট পাওয়া খেলোয়াড়ের পরিবর্ত হিসেবে দলে মিলনের অর্ন্তভুক্তি সংক্রান্ত আইসিসি-র সবুজ সঙ্কেত আসেনি। তাই এই পেসারকে পাকিস্তানের বিরুদ্ধে খেলাতে পারেননি কেন উইলিয়ামসন।
সাম্প্রতিক সময়ে বিগ ব্যাশ লিগ, ভাইটালিটি ব্লাস্ট এবং হান্ড্রেড-এর মতো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন মিলনে। ভারতের বিরুদ্ধে ম্যাচের ৪৮ ঘণ্টা আগে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘‘সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে খেলে নিজেকে আরও ক্ষুরধার করে তুলতে চাই। ম্যাচের ফারাকও গড়ে দেওয়ার স্বপ্ন দেখছি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy