বুমরার বলে আউট ফিঞ্চ। ছবি: বিসিসিআই
দীর্ঘ দিন পরে খেলায় ফিরেছেন তিনি। কিন্তু ছন্দে ফিরতে ঠিক পাঁচটা বল নিলেন যশপ্রীত বুমরা। তাঁর ছ’নম্বর বলটা গিয়ে লাগল উইকেটের গোড়ায়। আউট হয়েও বুমরার বলের প্রশংসা না করে পারলেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক। হাততালি দিতে দেখা গেল তাঁকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে খেলেননি। রোহিত শর্মা জানিয়েছিলেন, দ্বিতীয় ম্যাচে পাওয়া যাবে তাঁকে। নাগপুরে দলে ফিরলেন বুমরা। নিজের প্রথম ওভারের প্রথম বলটিই ওয়াইড করেন তিনি। পরের বল যায় বাউন্ডারিতে। ওভারের শেষ বলে দেখা গেল বুমরা ম্যাজিক। উল্টোদিকে ছিলেন ফিঞ্চ। বুমরার বল গিয়ে লাগল সোজা লেগ স্টাম্পে। কিছু বুঝে উঠতে পারলেন না ফিঞ্চ। আউট হওয়ার পরে ফিঞ্চকে দেখা যায় ব্যাটের সঙ্গে হাতের তালি দিতে। যাঁর বলে আউট হয়েছেন তাঁর প্রশংসা না করে পারলেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক।
B. O. O. M! ⚡️ ⚡️@Jaspritbumrah93 strikes to dismiss Aaron Finch with a cracker of a yorker. 👍 👍#TeamIndia are chipping away here in Nagpur! 👏 👏
— BCCI (@BCCI) September 23, 2022
Follow the match ▶️ https://t.co/LyNJTtkxVv
Don’t miss the LIVE coverage of the #INDvAUS match on @StarSportsIndia pic.twitter.com/omG6LcrkX8
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পরে পিঠের ব্যথায় দল থেকে ছিটকে গিয়েছিলেন বুমরা। তার পরে দীর্ঘ দিন খেলতে পারেননি তিনি। এশিয়া কাপেও খেলতে পারেননি ভারতের এই জোরে বোলার। এত দিন পরে দলে ফিরলেন তিনি। আর প্রথম ওভারেই তাঁর পরিচিত রূপ দেখা গেল।
দলে ঢুকলেও পুরো চার ওভার বল করতে পারেননি বুমরা। বৃষ্টির কারণে মাঠ ভিজে থাকায় আট ওভারের খেলা হয়। নিজের দু’ওভারে ২৩ রান দেন বুমরা। নেন এক উইকেট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy