Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Ram Mandir Inauguration

অযোধ্যা না গিয়েও রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’র দিনে ‘হাজির’ কোহলি, রোহিত, ধোনি! কী ভাবে?

আমন্ত্রণ পেয়েছিলেন তিন জনেই। কিন্তু রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’য় কেউ যাননি। তা সত্ত্বেও অনুষ্ঠানের দিনে হাজির বিরাট কোহলি, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিংহ ধোনি। কী ভাবে?

cricket

রামমন্দির উদ্বোধনের একটি মুহূর্ত। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৪ ১৭:৩৯
Share: Save:

আমন্ত্রণ পেয়েছিলেন তিন জনেই। কিন্তু রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’য় কেউ যাননি। তা সত্ত্বেও অনুষ্ঠানের দিনে হাজির তিন জনেই। সৌজন্যে প্রযুক্তি। রামমন্দিরে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’র সঙ্গে একাত্ম হয়ে গেলেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিংহ ধোনি।

সোমবার রামমন্দিরে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে অনেক ক্রিকেটারকেই আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু প্রথম সারির ক্রিকেটারেরা কেউই আসেননি। তবে এক্স প্ল্যাটফর্মে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে প্রযুক্তি কাজে লাগিয়ে দেখানো হয়েছে, রামমন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন কোহলি, রোহিত এবং ধোনি। ক্যাপশনে লেখা রয়েছে, “কোহলি, রোহিত, ধোনি এবং রাজকীয় রামমন্দির। ক্রিকেট এবং আধ্যাত্মিকতার প্রতি একটি দর্শনীয় উৎসর্গ।”

এ দিন রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। তিনিই ছিলেন অনুষ্ঠানের ‘প্রধান যজমান’। তাঁর সঙ্গে গর্ভগৃহে ছিলেন মোহন ভাগবত, যোগী আদিত্যনাথ এবং অন্যান্যরা। মন্দির চত্বরে ১১ দিনের উপবাস ভঙ্গ করেন প্রধানমন্ত্রী।

রামমন্দিরের উদ্বোধনে অনেক প্রাক্তন ক্রিকেটারকেই হাজির থাকতে দেখা গিয়েছে। আগের দিনই চলে গিয়েছিলেন অনিল কুম্বলে, বেঙ্কটেশ প্রসাদেরা। সোমবার যান সচিন তেন্ডুলকরও। এখনকার ক্রিকেটারদের মধ্যে হাজির ছিলেন রবীন্দ্র জাডেজা।

অন্য বিষয়গুলি:

Virat Kohli Rohit Sharma MS Dhoni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE