১৫ নভেম্বর আন্তর্জাতিক মঞ্চে অভিষেক ঘটে সচিনের। ছবি: টুইটার থেকে
১৬ বছর বয়সেই রেকর্ড গড়া শুরু করে দিয়েছিলেন সচিন তেন্ডুলকর। দ্বিতীয় টেস্ট খেলতে নেমে পাকিস্তানের বিরুদ্ধে ৫৯ রান করেছিলেন তিনি। সেই সঙ্গে ৩২ বছর আগে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টেস্টে অর্ধশতরান করার রেকর্ড গড়েন সচিন।
১৬ বছর ২১৪ দিন বয়সে অর্ধশতরান করেছিলেন সচিন। তিনি যখন ব্যাট করতে নেমেছিলেন, ভারতের স্কোর তখন ৪ উইকেটে ১০১। সেই সময় তিনি এবং সঞ্জয় মঞ্জরেকর পঞ্চম উইকেটে ১৪৩ রানের জুটি গড়েন। ভারতকে লড়াই করার মতো রানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা। ১৭২ বলে ৫৯ রান করেন সচিন।
১৫ নভেম্বর আন্তর্জাতিক মঞ্চে অভিষেক ঘটে সচিনের। পরের ম্যাচেই বিশ্ব রেকর্ড গড়েন অর্ধশতরান করে। তাঁর দীর্ঘ কেরিয়ারে এর পর একের পর এক রেকর্ড গড়েছেন সচিন। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি যখন অবসর নেন সেই সময় একশো শতরানের মালিক তিনি।
16 years, 214 days old - On this day in 1989, a rising Indian star became the youngest man to score a Test fifty 👏
— ICC (@ICC) November 24, 2021
Guess who? 😎 pic.twitter.com/IT7l7qtYsC
২০১৯ সালে আইসিসি-র হল অব ফেমেও ঢুকে পড়েন তিনি। ষষ্ঠ ভারতীয় হিসেবে এই কৃতিত্ব গড়েন সচিন। আন্তর্জাতিক মঞ্চে ৩৪ হাজার ৩৫৭ রান করেছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy