শ্রীলঙ্কার বিরুদ্ধে ধোনি। —ফাইল চিত্র
সে এক মাহেন্দ্রক্ষণের শুরু। সাল ২০০৫। বিশ্ব ক্রিকেটে এক বছর হল এসেছেন মহেন্দ্র সিংহ ধোনি। তবে ধোনি-ঝড় উঠেছিল জয়পুরের মরুভূমিতে। ১৬ বছর আগে এই দিনেই ১৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ধোনি। এক দিনের ক্রিকেটে সেটাই তাঁর সর্বাধিক রানের ইনিংস। স্মৃতিচারণ করল বিসিসিআই।
২০০৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ঝড় তুলেছিল লম্বা চুলের ধোনির ব্যাট। প্রথমে ব্যাট করে ২৯৮ রান করে শ্রীলঙ্কা। সেই রান তাড়া করতে নেমে শুরুতেই আউট হয়ে যান সচিন তেন্ডুলকর। রাহুল দ্রাবিড়ের সেই দলে তিন নম্বরে ব্যাট করতে নামেন ধোনি। ১৪৫ বলে ১৮৩ রানের ইনিংস খেলেন তিনি। একাই ভারতকে জিতিয়ে দিয়েছিলেন তরুণ উইকেটরক্ষক।
1⃣8⃣3⃣* Runs
— BCCI (@BCCI) October 31, 2021
1⃣4⃣5⃣ Balls
1⃣5⃣ Fours
1⃣0⃣ Sixes#OnThisDay in 2005, @msdhoni went berserk against Sri Lanka to notch up his highest ODI score. 🔥 👏 💪 👍 #TeamIndia
Watch that sensational innings 🎥 🔽 pic.twitter.com/FgMEhzmXet
১০টি ছয়, ১৫টি চার মেরেছিলেন ধোনি। তাঁর সামনে মুথাইয়া মুরলীধরন, চামিন্ডা ব্যাসরা সে দিন বার বার ব্যর্থ হয়েছিলেন। ভারতের হয়ে এর পর একের পর এক ঝড় তুলেছেন ধোনি। অধিনায়ক হিসেবে ভারতকে এনে দিয়েছেন দু’টি বিশ্বকাপ। এখন মেন্টর হিসেবে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন ধোনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy