পাকিস্তানের ৩ উইকেট নিয়েছেন জেমিসন। ছবি: এএফপি
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনে চালকের আসনে নিউজিল্যান্ড। বিপক্ষকে মাত্র ২৩৯ রানে মুড়িয়ে দিয়েছে তারা। এগিয়ে গিয়েছে ১৯২ রানে।
নিউজিল্যান্ড বোলারদের বিরুদ্ধে পাকিস্তানের লক্ষ্য ছিল একটাই। দাঁত কামড়ে ক্রিজে পড়ে থাকা। তবে কেউ সে কাজে সফল হননি। মহম্মদ আব্বাস ৫ রান করতে নিয়েছেন ৫৫ বল। হ্যারিস সোহেল ২২ বলে মাত্র ৩ রান করেছেন।
মাত্র দু’জন রুখে দাঁড়ান। অধিনায়ক মহম্মদ রিজওয়ান এবং বাঁ হাতি ব্যাটসম্যান ফাহিম আশরাফ। রিজওয়ান ১৪২ বল খেলে ৭১ রান করেন। আশরাফ ১৩৪ বলে ৯১ রান করেন। এঁদের দৌলতেই অল্পের জন্য ফলো-অন বাঁচায় পাকিস্তান।
আরও খবর: আইপিএলে সাফল্যের পরেই আত্মবিশ্বাস পাই, বলছেন সিরাজ
আরও খবর: এটা নয়, লর্ডসের সেঞ্চুরিটাই সেরা: রাহানে
নিউজিল্যান্ডের সফলতম বোলার কাইল জেমিসন। তিনি ৩৫ রানে ৩ উইকেট নিয়েছেন। টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট দুটি করে উইকেট পেয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy