করোনার বিরুদ্ধে লড়ছেন পাওলো মালদিনি। ছবি টুইটার থেকে নেওয়া।
এসি মিলানের প্রাক্তন ডিফেন্ডার পাওলো মালদিনি করোনাভাইরাসে আক্রান্ত। মালদিনি একাই নন, আক্রান্ত তাঁর ছেলে ড্যানিয়েলও। যিনি বর্তমানে এসি মিলানের ফুটবলার।
৫১ বছর বয়সি মালদিনি ইতালির সর্বকালের সেরা ডিফেন্ডারদের অন্যতম। শুধু তাই নয়, নিজের সময় তিনি বিশ্বের সেরা ডিফেন্ডার হিসাবেও চিহ্নিত হতেন। কারও কারও মতে, ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা ডিফেন্ডার তিনি। ইতালির হয়ে তিনি বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৩ ম্যাচে খেলেছিলেন। বিশ্বকাপে তাঁর খেলা ২২১৬ মিনিটও রেকর্ড।সারা জীবন শুধু মিলানের হয়েই ক্লাব ফুটবল খেলা ৫১ বছর বয়সি মালদিনি এখন ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর। অন্য দিকে, তাঁর ছেলে, ১৮ বছর বয়সি ড্যানিয়েলের এই মরসুমেই অভিষেক হয়েছে এসি মিলানের জার্সিতে।
আরও পড়ুন: এ বার দিবালা পরিবারেও ঢুকে পড়ল ভাইরাস
আরও পড়ুন: দ্রুত প্র্যাকটিস শুরু করতে চাইছে করোনা আতঙ্কে বিধ্বস্ত ইটালির একাধিক ক্লাব
এসি মিলান ক্লাবের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “পাওলো মালদিনি জানতে পেরেছেন যে, সম্প্রতি করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। এই ভাইরাসের সংক্রমণ হলে যে লক্ষণগুলো দেখা যায়, তা তাঁর মধ্যে ফুটে উঠেছিল। টেস্টে তাঁর পজিটিভ রিপোর্টও এসেছে। একই অবস্থা তাঁর ছেলে ড্যানিয়েলেরও। পাওলো ও ড্যানিয়েল এখন ভাল আছেন। দু’জনেই ঘরে কাটিয়ে ফেলেছেন দুই সপ্তাহ। এই সময় কারও সংস্পর্শেও আসেননি। পুরোপুরি সেরে ওঠার জন্য যত দিন প্রয়োজন, তত দিন কোয়রান্টিনে থাকবেন দু’জনে।”
Our thoughts & prayers are with Paolo Maldini who was recently diagnosed with Corona virus....the 🐐 LB
— Futbol Agent (@FootballCVLTURE) March 21, 2020
Serie A: 🏆🏆🏆🏆🏆🏆🏆
European Cup/Champions League: 🏆🏆🏆🏆🏆
Coppa Italia: 🏆
Supercoppa Italiana: 🏆🏆🏆🏆🏆
UEFA Super Cup: 🏆🏆🏆🏆🏆
Intercontinental Cup: 🏆🏆 pic.twitter.com/Mtzi9TJtSh
BREAKING: Milan announce that Paolo Maldini and his son Daniel have been tested positive for coronavirus pic.twitter.com/z81JgEtQiE
— Milan Eye (@MilanEye) March 21, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy