Advertisement
০৫ জানুয়ারি ২০২৫
Coronavirus Lockdown

বিশ্বকাপে দর্শক সমাগম নিয়েই ভয় অস্ট্রেলিয়ার

হিসেব করে দেখা গিয়েছে, দর্শকশূন্য গ্যালারিতে বিশ্বকাপ আয়োজন করলে প্রায় ৩০০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার লোকসান হবে ক্রিকেট অস্ট্রেলিয়ার।

চর্চায়: দিন-রাতের ম্যাচে মোহময়ী অ্যাডিলেড। এ ভাবেই ভরিয়ে তোলেন ভারতীয়রা। আবার দেখা যাবে?  ফাইল চিত্র

চর্চায়: দিন-রাতের ম্যাচে মোহময়ী অ্যাডিলেড। এ ভাবেই ভরিয়ে তোলেন ভারতীয়রা। আবার দেখা যাবে? ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ মে ২০২০ ০৪:১২
Share: Save:

প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক অ্যালান বর্ডার থেকে বিধ্বংসী অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, সকলেই চান দর্শকঠাসা মাঠেই হোক টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনা-পরবর্তী পরিস্থিতিতে স্টেডিয়ামে সমর্থকদের প্রবেশ করতে দেওয়া হবে কি না, তা নিয়েই উঠছে প্রশ্ন। অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলবেক সোমবার জানিয়ে দিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় প্রতিযোগিতা আয়োজন করতে তাঁদের সমস্যা হবে না। কিন্তু দর্শকশূন্য গ্যালারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো প্রতিযোগিতা থেকে কি তাঁরা লাভ করতে পারবেন?

তা ছাড়া সমর্থক না থাকলে বিশ্বকাপের উত্তেজনায় ভাটা পড়বে বলেও ধারণা ক্রীড়ামন্ত্রীর। হিসেব করে দেখা গিয়েছে, দর্শকশূন্য গ্যালারিতে বিশ্বকাপ আয়োজন করলে প্রায় ৩০০ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার লোকসান হবে ক্রিকেট অস্ট্রেলিয়ার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪৫৫ কোটি। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজও রয়েছে অস্ট্রেলিয়ার। বিরাট কোহালি বনাম স্টিভ স্মিথের সেই দ্বৈরথ নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়ে গিয়েছিল। এখন সেই সিরিজ নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

এক অস্ট্রেলীয় রেডিয়ো চ্যানেলে কোলবেক বলেছেন, “ডিসেম্বরে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচও আমরা করতে চাই। সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও মুখিয়ে রয়েছি। সূচি নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। নানা ধরনের বিধি মেনে প্রতিযোগিতা আয়োজন করতে সমস্যা হবে না। কিন্তু মাঠে দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আছে। সেটা মাথায় রাখতে হবে।”

আরও পড়ুন: রোহিতের উত্থানে ধোনিকে কৃতিত্ব গম্ভীরের

কোলবেক আরও বলেন, “আমরা জানি ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। তাঁদের সম্পূর্ণ আলাদা রাখার ব্যবস্থাও করতে রাজি। কিন্তু করোনার প্রভাব রুখতে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। যেমন করোনা প্রভাবিত দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ। বিশ্বকাপ হলে এই নিষেধাজ্ঞা তুলতে হবে। ক্রিকেটারেরা আসুন, তাতে সমস্যা নেই। কিন্তু ভিন দেশের সমর্থকদের আটকানো হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।” আইসিসি টুর্নামেন্টের প্রথা অনুযায়ী যদিও বাছাই করা দেশের সমর্থকদের আটকানোর কোনও নিয়ম নেই।

কোলবেক জানিয়েছেন, আলোচনা এখনও চলবে। তবে অগস্টের মধ্যেই জানিয়ে দেওয়া হবে, তাঁরা টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ভারত -অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ আদৌ আয়োজন করবেন কি না। করলেও সমর্থকদের প্রবেশ করতে দেওয়া হবে কি না, তা নিয়েও সিদ্ধান্ত হয়ে যাবে। কোলবেক শেষে বলেন, “সব দিক থেকেই আমরা তৈরি থাকব। সব রকম নির্দেশ, পরামর্শ মেনেই কাজ চলবে বিশ্বকাপ আয়োজনের।”

লাবুশেনের আশঙ্কা: করোনা আতঙ্কে ভারত যদি অস্ট্রেলিয়া সফর বাতিল করে, হতাশ হয়ে পড়বেন তরুণ অস্ট্রেলীয় তারকা মার্নাস লাবুশেন। বলেছেন, “ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়া ভাগ্যের। কিন্তু করোনার আতঙ্কে ভারত যদি অস্ট্রেলিয়া সফর বাতিল করে, তা হলে খুব খারাপ লাগবে। একেই লকডাউনের জন্য ক্রিকেটকে খুব মিস করছি, এ বার ভারতের বিরুদ্ধে সিরিজ বাতিল হলে খুবই হতাশ হয়ে পড়ব।” বিরাটদের বিরুদ্ধে সিরিজ নিয়ে আশাবাদী তিনি। বলছেন, “আশা করছি ভারতের বিরুদ্ধে সিরিজটা হবে।’’

আরও পড়ুন: ‘ডিআরএসের সাহায্য পেলে ৯০০ উইকেট পেত কুম্বলে’

অন্য বিষয়গুলি:

Coronavirus Lockdown Australia World-Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy