Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Coronavirus

এশিয়া কাপ নিয়ে মানির আচমকা হুঁশিয়ারি 

সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়ার কথা এশিয়া কাপ।

মানি। ফাইল চিত্র।

মানি। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২০ ০৩:১৪
Share: Save:

ক্রিকেট দুনিয়ার সব চেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগের ভবিষ্যৎ সঙ্কটে। আইপিএল আদৌ আয়োজন করা সম্ভব কি না, হলেও তা কবে হবে, কিছুই পরিষ্কার নয়। তারই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি আগাম জানিয়ে দিলেন, আইপিএল আয়োজন করার জন্য যদি এশিয়া কাপ বাতিল করা হয় অথবা পিছনোও হয়, তা তিনি মেনে নেবেন না।

সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহিতে হওয়ার কথা এশিয়া কাপ। ভারতীয় ক্রিকেটমহলে কেউ কেউ বলছেন, করোনা অতিমারির জেরে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে আয়োজন করা হতে পারে আইপিএল। সরকারি ভাবে যদিও এ বিষয়ে কিছু জানায়নি ভারতীয় বোর্ড। তবুও একটি ধারণা থেকেই পিসিবি প্রধান বলেছেন, ‘‘শুনেছি এবং পড়েওছি যে, এশিয়া কাপ বাতিল করে অথবা পিছিয়ে দিয়ে আয়োজন করা হতে পারে আইপিএল। অনেকেই এ বিষয়ে আলোচনা করছে। কিন্তু একটি বিষয়ে পরিষ্কার ধারণা থাকা ভাল। এশিয়া কাপ কিন্তু শুধুমাত্র ভারত ও পাকিস্তানের প্রতিযোগিতা নয়। বেশ কয়েকটি দেশকে নিয়ে এই প্রতিযোগিতা হয়।’’ যোগ করেন, ‘‘পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে ক্রিকেট শুরু হলে এশিয়া কাপ নিয়ে ভাবনাচিন্তা করা উচিত। কারণ এই প্রতিযোগিতার উপরে বেশ কয়েকটি দেশের ক্রিকেট ভবিষ্যৎ নির্ভর করে।’’

তবে পাক ক্রিকেট প্রধানও জানিয়েছেন, এই পরিস্থিতিতে ক্রিকেট শুরু করা কঠিন। মানি বলেছেন, ‘‘মানুষের জীবন কী করে বাঁচানো যায় তা নিয়েই ভাবতে হবে। ক্রিকেট নিয়ে ভাবার সময় আছে কি এখন?’’ আরও বলেন, ‘‘এশিয়া কাপ না হলে অনেক ক্রিকেট সংস্থারই আর্থিক ক্ষতি হয়ে যাবে।’’

আরও পড়ুন: শূন্য মাঠ বা ভর্তি, কোহালি অদম্যই

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE