উদ্বেগ: লিভারপুল মহাতারকা ড্যালগ্লিশ সংক্রমিত। ফাইল চিত্র
লিভারপুলের কিংবদন্তি কেনি ড্যালগ্লিশ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। শুক্রবার তাঁর পরিবার এই খবর জানিয়েছে। প্রাক্তন স্কটিশ স্ট্রাইকারের বয়স ৬৯ বছর। সংক্রমিত হলেও তাঁর শরীরে উপসর্গ দেখা যায়নি। অন্য একটি সংক্রমণের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তখনই করোনার মেডিক্যাল পরীক্ষা হয় এবং অপ্রত্যাশিত ভাবে রিপোর্ট পজিটিভ আসে। করোনার হাত থেকে বাঁচতে লিভারপুলের প্রাক্তন স্ট্রাইকার নিজেকে গৃহবন্দি রেখেছিলেন। তবুও তিনি সংক্রমিত হলেন!
স্কটল্যান্ডের ক্লাব সেল্টিক-কে চার বার স্কটিশ লিগ চ্যাম্পিয়ন করে ড্যালগ্লিশ ১৯৭৭-এ লিভারপুলে সই করেন। অ্যানফিল্ডে তাঁর খেলার সময় ‘দ্য রেডস’ আট বার ইংলিশ লিগ জেতে। তিনবার বার করে জেতে এফএ কাপ এবং ইউরোপীয় কাপ। ১৩ মরসুম তিনি খেলেছেন লিভারপুলে। ৫১৫ ম্যাচে গোল ১৭২।
ড্যালগ্লিশ তাঁর পরিবারের মাধ্যমে অতিমারি মোকাবিলায় ইংল্যান্ডের স্বাস্থ্যকর্মীদের লড়াইয়ের প্রশংসা করেন। জানিয়েছেন, আগামী ক’দিন কেমন রয়েছেন তা ভক্তদের জানানোর চেষ্টা করবেন। এ দিকে, তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন স্টিভন জেরার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy