সাবধানি: করোনা নিয়ে সচেতন করছেন রজার, সহবাগ। ফাইল চিত্র
বিশ্ব জুড়ে করোনাভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত ক্রীড়া জগত। ইউরোপ থেকে এশিয়া— ঘরবন্দি হয়ে রয়েছেন তারকারা। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের নিয়ম মেনে চলার অনুরোধ করছেন তাঁরা। টেনিস কিংবদন্তি রজার ফেডেরার থেকে ভারতীয় ক্রিকেট তারকা বীরেন্দ্র সহবাগ— সবাই বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়া মারফত।
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ফেডেরার। যেখানে তিনি সবাইকে অনুরোধ করেছেন, নিরাপত্তাবিধি মেনে চলার। ফেডেরার বলেছেন, ‘‘আমিও এখন গৃহবন্দি হয়ে আছি। কারও সঙ্গে করমর্দনও করছি না।’’ তিনি আরও কী কী করছেন বা করতে চান, তাও বলেছেন ফেডেরার। কিংবদন্তির কথায়, ‘‘যে রকম বলা হচ্ছে, সে রকম ঘনঘন হাত ধুয়ে নিচ্ছি। পাশাপাশি আমি চাই, যেন সবাই নিরাপদ থাকে। এই মুহূর্তে একে অন্যকে সাহায্য করাটা সব থেকে বেশি জরুরি।’’ ফেডেরার মনে করিয়ে দিয়েছেন, এই মুহূর্তে প্রবীণ নাগরিকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটা কতটা জরুরি। তাঁর কথায়, ‘‘আমরা সবাই চাই, প্রবীণদের সব রকম সাহায্য করতে। প্রবীণদেরই সংক্রমণের আশঙ্কা সব চেয়ে বেশি। তাই আমাদের দেখতে হবে, ওঁদের চেয়ে যেন অন্তত দু’মিটার দূরে থাকি আর করমর্দন না করি।’’ এর পরে ফেডেরারের কথায় পরিষ্কার হয়ে যাচ্ছে, কতটা সঙ্কটজনক হয়ে উঠছে পরিস্থিতি। টেনিস মহাতারকার আশঙ্কা, এর পরে সবাইকে ঘরবন্দি হয়ে পর্যবেক্ষণে থাকতে হবে বাকি দুনিয়ার সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে। ফেডেরার বলেছেন, ‘‘আমাদের সবাইকেই হয়তো এর পরে কোয়রান্টিনে থাকতে হবে। ঘর ছেড়ে বেরোতেই পারব না। তাই সবাইকে বলছি, ব্যাপারটার গুরুত্ব বোঝার চেষ্টা করুন। ব্যাপারটাকে গুরুত্ব দিন।’’
ফেডেরার যখন এই কথা বলছেন, তখন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগ করোনামুক্ত হওয়ার রাস্তা দেখাচ্ছেন! তিনি টুইট করেছেন, ‘‘পুরো ভারত ঘরে বসে থাকুক। এই করোনাভাইরাস এখান থেকে খুব তাড়াতাড়ি পালাবে।’’ আরও একটা পরামর্শ দিয়েছেন বীরু। তাঁর মতে, ‘‘করোনা থামানো সোজা। সামাজিক দূরত্ব বজায় রাখুন আর ঘরে থাকুন।’’
ভারতের বর্তমান ক্রিকেটাররাও নানা বার্তা দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। বিরাট কোহালি-অনুষ্কা শর্মা নিজেদের মতামত জানিয়েছেন। এ বার কোহালির দলের আর এক ক্রিকেটার, কে এল রাহুল নতুন এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়। চ্যালেঞ্জের নাম— ‘স্টে অ্যাট হোম চ্যালেঞ্জ’। একটি ভিডিয়ো পোস্ট করেছেন এই ব্যাটসম্যান। যেখানে দেখা যাচ্ছে, ঘরে বসে ব্যাট দিয়ে বল নাচাচ্ছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘‘মুখোশ আর নেই। এখন স্টে অ্যাট হোম চ্যালেঞ্জ।’’
চ্যালেঞ্জ ছুড়েছেন শিখর ধওয়নও। যে চ্যালেঞ্জের নাম— ‘ব্লাইন্ড পিলো চ্যালেঞ্জ’। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন এই বাঁ-হাতি ওপেনার। যেখানে দেখা যাচ্ছে তিনি আর তাঁর ছেলে চোখ বাঁধা অবস্থায় বালিশ দিয়ে লড়াই করছেন। ধওয়ন এও লিখেছেন, ‘‘কে বলে বাড়িতে থাকার ব্যাপারটা একঘেয়ে হয়ে যায়? পরিবারের সঙ্গে ভালভাবে সময় কাটানোর রাস্তা খুঁজে বার করতে হয়।’’ তিনি এর পরে রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চহালের দিকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে লিখেছেন, ‘‘এই ভাবে চোখ বেঁধে পরিবার, বন্ধু বা যে কোনও কারও সঙ্গে বালিশের লড়াই করো।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy