Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Copa America

Copa America 2021: কোপায় সোনার বুট পাওয়ার দৌড়ে এগিয়ে মেসি, বাকিরা কত দূরে?

স্বদেশীয় নরেবেতো মেন্ডেজ ও ব্রাজিলের জিজিনহো ১৭টি গোল করে শীর্ষে রয়েছেন। কোপায় মেসির গোল সংখ্যা এই মুহূর্তে ১৩।

এ ভাবেই প্রতি ম্যাচের শেষে ডান হাত তুলে নিজের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছেন মেসি।

এ ভাবেই প্রতি ম্যাচের শেষে ডান হাত তুলে নিজের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছেন মেসি। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০২১ ২১:৪৯
Share: Save:

চলতি কোপা আমেরিকায় এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে চার গোল করে ফেলেছেন লিয়োনেল মেসি। গোলদাতার তালিকায় সবার ওপরে আর্জেন্টিনার অধিনায়ক।

কোপার সোনার বুট পাওয়ার ক্ষেত্রে তিনিই যে সেরা দাবিদার, তা বলে দেওয়া যায়। কারণ তিন গোল কারও নেই। দু’টি করে গোল করে দ্বিতীয় স্থানে ১১ জন। এর মধ্যে আছেন ব্রাজিলের নেমারও

তা ছাড়া মেসি এ বার স্বপ্নের ফর্মে রয়েছেন। পাঁচটি ম্যাচের মধ্যে চার ম্যাচে সেরা হয়েছেন। সঙ্গে রয়েছে সতীর্থদের জন্য ১৮১টি নিখুঁত পাস। সেই পাস থেকে গোলের সুযোগ এসেছিল ১৫ বার। সতীর্থরা গোল করতে পেরেছেন চারটি।

দুই বন্ধুর লড়াই দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। ফাইল চিত্র।

দুই বন্ধুর লড়াই দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। ফাইল চিত্র।

এর আগে কখনও সোনার বুট ছুঁতে পারেননি তিনি।

এ বার মেসির সামনে আরও একটি নজির গড়ার সুযোগ আছে। তিনি যদি এই প্রতিযোগিতায় আরও পাঁচটি গোল করতে পারেন, তাহলে কোপার ইতিহাসে সর্বাধিক গোলদাতার নজির গড়ে ফেলতে পারেন।

স্বদেশীয় নরেবেতো মেন্ডেজ ও ব্রাজিলের জিজিনহো ১৭টি গোল করে শীর্ষে রয়েছেন। কোপায় মেসির গোল সংখ্যা এই মুহূর্তে ১৩।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE