২০১৯ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। ছবি: টুইটার থেকে
লাতিন আমেরিকার সব চেয়ে বড় ফুটবল প্রতিযোগিতার আসর এ বার ব্রাজিলে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় মেসির আর্জেন্টিনা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল এই প্রতিযোগিতা। কোন দেশে হবে সেই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। সোমবার কনমেবল ফুটবল সংস্থা জানায় এই প্রতিযোগিতা আয়োজন করা হবে পেলে, নেমারের দেশ ব্রাজিলে।
২০১৯ সালে ব্রাজিলে হয়েছিল কোপা আমেরিকা। গত বছর এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও বিশ্ব জুড়ে করোনা সংক্রমণ বাধা হয়ে দাঁড়ায়। তবে ব্রাজিল এই মুহূর্ত অন্যতম দেশ যেখানে করোনা সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। প্রায় ৪ লক্ষ ৬০ হাজার মানুষ মারা গিয়েছেন এই রোগে। আক্রান্ত হয়েছেন সাড়ে ১৬ কোটির বেশি মানুষ। তবু আর উপায় না থাকায় শেষ পর্যন্ত প্রবল ঝুঁকি নিয়েই ব্রাজিলে এই প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৪ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা। আর্জেন্টিনা বনাম চিলি এবং প্যারাগুয়ে বনাম বলিভিয়া ম্যাচ দিয়ে শুরু হবে এই প্রতিযোগিতা। আয়োজক দেশ ব্রাজিল খেলবে দ্বিতীয় দিন। ভেনেজুয়েলার বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ।
Brasil será sede de la CONMEBOL @CopaAmerica 2021 🏆⚽️
— CONMEBOL Media (@ConmebolMedia) May 31, 2021
Toda la información ➡️🔗https://t.co/deIunwd4Ju pic.twitter.com/mBsEz0YiCC
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy