কোয়ার্টার ফাইনালে লভলিনা। ছবি: এএফপি
কমনওয়েলথ গেমসের কোয়ার্টার ফাইনালে লভলিনা বরগোহাঁই। শনিবার রাতে প্রি-কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের এরিয়ান নিকোলসনকে উড়িয়ে দিলেন তিনি। ম্যাচের ফল লভলিনার পক্ষে ৫-০।
টোকিয়ো অলিম্পিক্সে পদকজয়ী মীরাবাই চানু শনিবার ভারতকে কমনওয়েলথ গেমসে সোনা এনে দিয়েছেন। তার কিছু ক্ষণের মধ্যেই ভারতকে পদকের আশা দেখালেন আরও এক অলিম্পিক্স পদকজয়ী। কোয়ার্টার ফাইনালে উঠলেন বিপক্ষের উপর দাপট দেখিয়েই।
লভলিনার পরের ম্যাচ ৩ অগস্ট। সেদিন ওয়েলসের রোজি একলেসের বিরুদ্ধে নামবেন তিনি। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন একলেস।
ব্যাডমিন্টনে শনিবার শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেয় ভারত। টেবিল টেনিসে মেয়েদের দল হারিয়ে দিয়েছে গুয়েনাকে। ৩-০ ব্যবধানে জিতেছে তারা। কিন্তু কোয়ার্টার ফাইনালে তারা হেরে যায় মালয়েশিয়ার বিরুদ্ধে। খেলার ফল ২-৩। গত বার ভারতীয় মেয়েরাই সোনা জিতেছিল টেবিল টেনিসে। ছেলেদের দল নর্থ আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতেছে ৩-০ ব্যবধানে।
স্কোয়াশে বাংলার সৌরভ ঘোষাল সিঙ্গলস বিভাগে উড়িয়ে দেন শ্রীলঙ্কার শামিল ওয়াকিলকে। ৩-০ ব্যবধানে জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি। মেয়েদের বিভাগে জ্যোৎস্না চিনপ্পা হারিয়ে দিয়েছেন বার্বাডোজের মিগান বেস্টকে। মেয়েদের হকিতে ওয়েলসের বিরুদ্ধে ৩-১ গোলে জেতে ভারত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy