Advertisement
১১ জানুয়ারি ২০২৫
News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৮

রবিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। আজ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে সাধারণ কর্মীদের সংগঠন এআইবিইএ। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার খবর।

কাতারে উচ্ছ্বাস আর্জেন্টিনার সমর্থকদের।

কাতারে উচ্ছ্বাস আর্জেন্টিনার সমর্থকদের। ছবি রয়টার্স।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২২ ০৭:২৯
Share: Save:

বিশ্বকাপ ফুটবলের খবর

রবিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। বিশ্বের মোট ৩২টি দল নামবে খেলতে। তাদের আটটি গ্রুপে রাখা হয়েছে। এ বারের আয়োজক দেশ কাতার। প্রথম দিন তাদের সঙ্গে খেলা রয়েছে ইকুয়েডরের। আজ ফুটবল বিশ্বকাপ সংক্রান্ত সব খবরের দিকে নজর থাকবে।

ব্যাঙ্ক ধর্মঘট

আজ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে সাধারণ কর্মীদের সংগঠন এআইবিইএ। ইউনিয়নের সদস্য কর্মীদের উপর অন্যায় আচরণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। যার জেরে ব্যাঙ্কিং এবং এটিএম পরিষেবা ব্যাহত হতে পারে। সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দ্বিতীয় এক দিনের ম্যাচ

টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম এক দিনের ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। শনিবার দ্বিতীয় এক দিনের ম্যাচ রয়েছে এই দুই দলের মধ্যে। সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি

রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমছে না। মোট আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪ দফা নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। হাসপাতালগুলিকে তা মেনে চলতে বলা হয়েছে। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজনৈতিক চাপান-উতোরও শুরু হয়েছে রাজ্য জুড়ে। সব মিলিয়ে ডেঙ্গি সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে।

ভারতীয় ক্রিকেট দলের খবর

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হারের জেরে শুক্রবার গোটা নির্বাচক কমিটিকে কার্যত নজিরবিহীন ভাবে ছেঁটে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের এই সিদ্ধান্তে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ নিয়েও প্রশ্ন উঠেছে। দ্রাবিড়কে কেন ঘন ঘন ছুটিতে পাঠানো হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সেই সংক্রান্ত খবরের দিকে চোখ থাকবে শনিবার।

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার খবর

শুক্রবার ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। এমনটাই খবর মিলেছে হাসপাতাল সূত্রে। শনিবার অভিনেত্রীর শারীরিক অবস্থার দিকে নজর থাকবে।

রাজ্যের আবহাওয়া কেমন?

রাজ্যে ধীরে ধীরে পারদ নামছে। শীতের আগমন ঘটছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরে হাওয়ার প্রভাবে শীত ভাব বজায় থাকবে এখন। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই-ই ধীরে ধীরে কমবে।

দিল্লিতে শ্রদ্ধা খুনের তদন্ত

শ্রদ্ধা ওয়ালকর হত্যার তদন্তে নতুন নতুন তথ্য উঠে আসছে দিল্লি পুলিশের হাতে। মূল অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এই খুনের একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।

অন্য বিষয়গুলি:

News of the Day FIFA World Cup Qatar 2022
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy