নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন গেল।
ভিভিয়ান রিচার্ডস, আন্দ্রে রাসেলের পর এবার ক্রিস গেল। এই ক্যারিবিয়ান ক্রিকেটারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ৫০ হাজার করোনার টিকা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। সেই কারণেই রিচার্ডস, রাসেলের মতো তাঁকে ধন্যবাদ জানিয়েছেন গেলও।
গেলের একটি ১৭ সেকেন্ডের ভিডিয়ো টুইট করেছে জামাইকায় ভারতীয় দূতাবাস। তাতে দেখা যাচ্ছে গেল বলছেন, ‘‘জামাইকায় করোনার টিকা দান করার জন্য প্রধানমন্ত্রী মোদী, ভারত সরকার এবং ভারতবাসীকে আমি ধন্যবাদ জানাতে চাই।’’ জামাইকায় ভারতের রাষ্ট্রদূত আর মাসাকুইয়ের সঙ্গে দেখা করেন তিনি।
ভারতে তৈরি করোনার টিকা ‘ভ্যাকসিন মৈত্রী’ প্রকল্পের মাধ্যমে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ৯ মার্চ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে করোনার টিকা পৌঁছে যাওয়ার পর ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করেন। তিনি লেখেন, ‘‘আমাদের ক্যারিবিয়ান বন্ধুদের কথা আমরা ভাবছি। তাই ভারতে তৈরি টিকা জামাইকায় পৌঁছল।’’
Legendary Jamaican & WI Cricketer @henrygayle thanks PM @narendramodi, the People and Government of #India for the gift of #MadeInIndia Vaccine to #Jamaica#VaccineMaitri @PMOIndia @DrSJaishankar @MEAIndia @IndianDiplomacy pic.twitter.com/fLBbhF5zTY
— India in Jamaica (@hcikingston) March 19, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy