Advertisement
২৩ নভেম্বর ২০২৪
Sania Mirza

সাউথ ক্লাবে শতবর্ষের অনুষ্ঠানে চাঁদের হাট

টেনিসের কিংবদন্তিদের মধ্যে রমানাথন কৃষ্ণন, রমেশ কৃষ্ণন, আনন্দ অমৃতরাজ, নরেশ কুমার, বিজয় অমৃতরাজ, আখতার আলি, লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, সানিয়া মির্জা, জিশান আলি, সোমদেব দেববর্মণ, প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে গুন্ডাপ্পা বিশ্বনাথকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

ফাইল চিত্র

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ০৩:৫০
Share: Save:

শতবর্ষ উদ্‌যাপনে জমকালো অনুষ্ঠানের আয়োজন করছে সাউথ ক্লাব। ১৫ ফেব্রুয়ারি টেনিস ছাড়াও দেশের বিভিন্ন ক্ষেত্রের কিংবদন্তিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। যাঁদের সংর্বধনা দেওয়া হবে।

টেনিসের কিংবদন্তিদের মধ্যে রমানাথন কৃষ্ণন, রমেশ কৃষ্ণন, আনন্দ অমৃতরাজ, নরেশ কুমার, বিজয় অমৃতরাজ, আখতার আলি, লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, সানিয়া মির্জা, জিশান আলি, সোমদেব দেববর্মণ, প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে গুন্ডাপ্পা বিশ্বনাথকে আমন্ত্রণ জানানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছে সাউথ ক্লাব। এ ছাড়া ব্যাডমিন্টনের কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন, কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিংহ, প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামী, সৈয়দ নইমুদ্দিন, চলচ্চিত্র জগতের তারকা সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হচ্ছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানান সাউথ ক্লাবের প্রেসিডেন্ট ও প্রাক্তন টেনিস তারকা জয়দীপ মুখোপাধ্যায়।

শতবর্ষ উদ্‌যাপনে সারা বছর ধরেই বিভিন্ন কর্মসূচি নিচ্ছে সাউথ ক্লাব। ২৭ জানুয়ারি যার শুরুতেই থাকছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সংবর্ধনা। পরে ফেব্রুয়ারিতে কিংবদন্তিদের সংবর্ধনার অনুষ্ঠানের পরেই পুরুষদের আইটিএফ ফিউচার টেনিস প্রতিযোগিতারও আয়োজন করছে সাউথ ক্লাব। মোট পুরস্কারমূল্য ১৫ হাজার মার্কিন ডলার। প্রতিযোগিতা হবে ৯ থেকে ১৫ মার্চ। সেপ্টেম্বরে হবে মেয়েদের এবং জুনিয়রদের জন্য টেনিস প্রতিযোগিতা।

১৯২০ সালে গণেশ দে, অনাদি মুখোপাধ্যায় এবং অক্ষয় দে-র হাত ধরে সৃষ্টি ক্যালকাটা সাউথ ক্লাবের। পরবর্তী কালে ‘প্রাচ্যের উইম্বলডন’ হিসেবে উঠে আসা সাউথ ক্লাব গড়তে সাহায্য করেন কলকাতার তৎকালীন মেয়র যতীন্দ্র মোহন সেনগুপ্ত। ভারতের টেনিসের ইতিহাসে সাউথ ক্লাবের অবদান অনস্বীকার্য। বহু তারকা উঠে এসেছেন। যাঁরা ডেভিস কাপ, আন্তর্জাতিক টেনিসে দেশের নাম উজ্জ্বল করেছেন।

অন্য বিষয়গুলি:

South Club Mamata Banerjee Sania Mirza
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy