Advertisement
০৫ নভেম্বর ২০২৪
real madrid

৬ বছর পর ফের রিয়াল মাদ্রিদের দায়িত্বে আনচেলোত্তি, ৩ বছরের চুক্তি

বুধবার সাংবাদিক সম্মেলনে রিয়াল মাদ্রিদ ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেনতিনো পেরেজের সামনে সই করবেন তিনি।

কার্লো আনচেলোত্তি।

কার্লো আনচেলোত্তি। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০২১ ২৩:৫৮
Share: Save:

জিনেদিন জিদান ছেড়ে দেওয়ার পর রিয়াল মাদ্রিদের দায়িত্ব পেলেন কার্লো আনচেলোত্তি। ক্লাবের তরফে জানানো হয় আগামী ৩ বছরের জন্য সই করবেন ৬১ বছরের ইটালীয় প্রশিক্ষক। ২০১৯ সাল থেকে এভার্টনের দায়িত্ব ছিল তাঁর ওপর।

বুধবার সাংবাদিক সম্মেলনে রিয়াল মাদ্রিদ ক্লাবের প্রেসিডেন্ট ফ্লোরেনতিনো পেরেজের সামনে সই করবেন তিনি। এর আগে ২০১৩ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন আনচেলোত্তি। ছিলেন ২০১৫ পর্যন্ত। সেই সময় চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ, কোপা দেল রে, ক্লাব ওয়ার্ল্ড কাপের মতো ট্রফি জিতিয়েছেন ক্লাবকে। তবে লা লিগা দিতে পারেননি একবারও। মাদ্রিদ ছেড়ে যাওয়ার সময় বলেছিলেন, “এরকম এক ক্লাবকে না বলা বেশ কঠিন। তবে আমার বিশ্রামের প্রয়োজন। আশা করি ক্লাব ভাল খেলবে আগামী দিনেও।”

মাদ্রিদ ছাড়াও চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখ, নাপোলি, এভার্টনের মতো ক্লাবকে প্রশিক্ষণ দিয়েছেন আনচেলোত্তি। এই বার স্প্যানিশ লিগ জেতার সুযোগ থাকছে তাঁর কাছে।

অন্য বিষয়গুলি:

football real madrid Carlo Ancelotti
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE