Advertisement
০৩ জানুয়ারি ২০২৫

সিএবিতে ঘাটতি ২৮ কোটি টাকা

লোঢা কমিটির আংশিক সমর্থক সিএবি। প্রাক্তন ক্রিকেটারদের ভোট দেওয়ার অধিকার এখনও না মানায় লোঢার পূর্ণ সমর্থকদের দলে রাখা যায়নি।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৯ ০৪:৪৪
Share: Save:

আর্থিক বছর শেষে প্রায় সাড়ে আঠাশ কোটি টাকা ঘাটতিতে চলছে সিএবি। বুধবার ফিন্যান্সিয়াল কমিটির বৈঠক শেষে জানিয়ে দিলেন সিএবি যুগ্মসচিব অভিষেক ডালমিয়া।

ভারতীয় বোর্ডের থেকে যে আর্থিক সাহায্য পাওয়ার কথা, তা এখন বন্ধ। শেষ তিন বছরে আয়ের উৎস বলতে ম্যাচের টিকিট বিক্রয়ের অর্থ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী লোঢা সুপারিশের পূর্ণ সমর্থন না করলে আর্থিক সহায়তা পাওয়া সম্ভব নয়। তাই আপাতত সিএবি-র ফিক্সড ডিপোসিটই ভরসা। গত বছর ৮১ কোটি টাকা ছিল স্থায়ী আমানত। এ বছর তা কমে দাঁড়িয়েছে ৬০ কোটি টাকায়। ২১ কোটি টাকা ইতিমধ্যে খরচ হয়ে গিয়েছে।

লোঢা কমিটির আংশিক সমর্থক সিএবি। প্রাক্তন ক্রিকেটারদের ভোট দেওয়ার অধিকার এখনও না মানায় লোঢার পূর্ণ সমর্থকদের দলে রাখা যায়নি। সিএবি যুগ্মসচিব অভিষেক ডালমিয়া যদিও বলছেন, ‘‘সিএবি মনে করে তারা লোঢা সুপারিশের পূর্ণ সমর্থক। আমরা প্রায় পুরোটাই মেনে নিয়েছি। শুধু প্রাক্তন ক্রিকেটারদের ভোটের অধিকার দেওয়া হবে কি না তা নিয়ে ৩১ জুলাই সাধারণ বৈঠকে আলোচনা করা হবে।’’ এমনকি বার্ষিক ঘাটতি কী ভাবে মেটানো যায় তা নিয়েও আলোচনা হবে বৈঠকে।

এ দিনই জানিয়ে দেওয়া হল ৩ অগস্ট সিএবি-র বার্ষিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে। অনুষ্ঠানের দিন সকালে শহরে আসছেন তিনি। এর আগে প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান দিলীপ বেঙ্গসরকর ও ভারতীয় পেসার যশপ্রীত বুমরাকে আমন্ত্রণ জানায় সিএবি। কিন্তু তাঁরা রাজি হননি।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

অন্য বিষয়গুলি:

Cricket Cricket Association Of Bengal CAB
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy