অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরকে বেছে নেওয়া হল ২০৩২ সালের আয়োজক হিসেবে। ছবি: টুইটার থেকে
অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরকে বেছে নেওয়া হল ২০৩২ সালের আয়োজক হিসেবে। ৩২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ফের অলিম্পিক্স আয়োজন করা হবে। ২০০০ সালে সিডনিতে অলিম্পিক্স অনুষ্ঠিত হয়েছিল।
ব্রিসবেনকে বেছে নেওয়া হয় ৭২-৫ ভোটের ফলাফলে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, “আমরা জানি কী ভাবে সফল অলিম্পিক্স আয়োজন করতে হয়।” ব্রিসবেনের নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে দু’হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বাজি পোড়ান হয় ব্রিসবেন শহরে।
BRISBANE 2032 ELECTED AS HOST OF THE GAMES OF THE XXXV OLYMPIAD!
— IOC MEDIA (@iocmedia) July 21, 2021
CONGRATULATIONS! pic.twitter.com/h66C9pHxcG
২০২৪ সালের অলিম্পিক্স আয়োজন করবে প্যারিস। ২০২৮ সালের অলিম্পিক্স হবে লস অ্যাঞ্জেলসে। বুধবার টোকিয়ো থেকেই অলিম্পিক্স আয়োজকরা ব্রিসবেনের নাম ঘোষণা করে।
It's official! The Olympic Games are heading back to Australia for #Brisbane2032!
— Olympics (@Olympics) July 21, 2021
Explore your future Olympics host right here.#FasterHigherStrongerTogether@AUSOlympicTeam pic.twitter.com/CuUvsgCq8s
বেশ কিছু মাস আগেই আন্দাজ করা গিয়েছিল ২০৩২ সালের অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব ব্রিসবেন পাবে। এই করোনা অতিমারির মধ্যেও তাই অস্ট্রেলিয়ার একাধিক প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন টোকিয়োতে।
২০৩২ সালের অলিম্পিক্স আয়োজন করার জন্য আগ্রহ দেখিয়েছিল হাঙ্গেরি, চিন, জার্মানির মতো দেশ। তবে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ব্রিসবেনকেই বেছে নেওয়া হল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy