জিতল দিল্লি
ঘরের মাঠে খেলার সুবিধা তুলতে পারল না নর্থ ইস্ট ইউনাইটেড। সোমবার দিল্লি ডায়নামোস ২-১ হারাল তাদের। ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই দিল্লিকে এগিয়ে দেন ডস সান্তোস। তার আট মিনিটের মাথায় দিল্লির হয়ে ব্যবধান বাড়ান হ্যানস মুলডার। বিরতির ঠিক আগে দু’বার হলুদ কার্ড দেখে সৌভিক চক্রবর্তী মাঠের বাইরে চলে যাওয়ায় চাপে পড়ে যায় দিল্লি। যার সুবিধে তুলে ম্যাচের ৬০ মিনিটে ব্যবধান কমান নর্থ ইস্টের মোঙ্গা। তবে সমতায় ফিরতে পারেনি নর্থ ইস্ট। উল্টে ম্যাচের শেষ দিকে দু’বার হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখতে হয় নর্থ ইস্টের খোনজিকে। এই ম্যাচ জেতার পর দিল্লির পয়েন্ট ১০ ম্যাচে ১০।
গোল লাইন প্রযুক্তি চান সৌরভ
কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে লুই গার্সিয়ার নিশ্চিত গোল বাতিল হওয়ায় হারতে হয়েছিল আটলেটিকো দে কলকাতাকে। তার জেরেই গোল লাইন প্রযুক্তি চালুর দাবিতে সরব হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন, “আইএসএলে গোল লাইন প্রযুক্তি ব্যবহার হলে এই ভুল ভ্রান্তিগুলো হয় না।” এই প্রযুক্তি চালু করতে হলে আইএসএল সংগঠকদের খরচ হত দশ কোটি টাকা। যা এখন খরচ করতে চাইছেন না বলেই খবর। সেটা জানেন কলকাতার কর্তারা। সে জন্যই সম্ভবত সরব হয়েও এটাকে দুর্ভাগ্য ছাড়া অন্য কিছু ভাবছেন না সৌরভ। তবে তিনি বলেছেন, “কেরল জিতে তিন পয়েন্ট পেয়েছে। সেটা তো ফেরত পাব না। তবে প্রথম বছরের ভুলভ্রান্তি আশা করি পরের বার থেকে হবে না।”
সওয়াল সৌরভের
বেটন কাপ উদ্বোধনে সৌরভ। সোমবার। ছবি: শঙ্কর নাগ দাস
ক্রিকেট ব্যাটের মতোই হকি স্টিক হাতেও যে তিনি স্বচ্ছন্দ, সেটা কে জানত! তিনিসৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার বেটন কাপের উদ্বোধনে গিয়ে পেনাল্টি শুট আউট থেকে একের পর এক গোল করতে দেখা গেল সৌরভকে। পরে বললেন, “স্কুল-কলেজে হকিও খেলেছি।” হকির অ্যাস্ট্রোটার্ফের জন্য সওয়ালও করলেন বাংলার মহারাজ। “বাংলায় অ্যাস্ট্রোটার্ফ হবেই। তবে একটু সময় লাগছে। শুনেছি, মধ্য কলকাতায় একটা জায়গা হকির অ্যাস্ট্রোটার্ফ বসানোর জন্য দেখা হয়েছে। আশা করছি, সেখানে খুব তাড়াতাড়ি হকির জন্য অ্যাস্ট্রোটার্ফ বসে যাবে।”
ফাইনালে কালীঘাট
টিএফকে হারিয়ে প্রথম বার কলিঙ্গ কাপের ফাইনালে উঠল কালীঘাট এমএস। সোমবার কলিঙ্গ কাপের প্রথম সেমিফাইনালে নির্ধারিত সময়ে খেলার ফল গোলশূন্য ছিল। টাইব্রেকারে অরুণ ঘোষের টিম ৪-২ ম্যাচ বের করে নেয়। দ্বিতীয় সেমিফাইনালে পুণে এসি এবং ওএনজিসির মধ্যে যারা জিতবে, ফাইনালে তাদের মুখোমুখি হবে কালীঘাট এমএস। কোয়ার্টার ফাইনালে মহমেডানকে সাডেন ডেথে হারিয়ে শেষ চারে উঠেছিল কালীঘাট।
আইসিসির গাঁটছড়া
বিশ্বকাপে দুর্নীতি রুখতে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড পুলিশের সঙ্গে চুক্তি করল আইসিসি। মাস তিনেক পরই ১৯৯২-এর পর ফের বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে। আইসিসির সিইও ডেভিড রিচার্ডসন এ দিন একটি অনুষ্ঠানে বলেন, “যে কোনও খেলাকে এখন দুর্নীতিমুক্ত রাখাটা বিরাট চ্যালেঞ্জের। ক্রিকেট দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে অগ্রণী ভূমিকা নিতে চায়। এ বার বিশ্বকাপে তাই নজিরবিহীন কড়াকড়ি থাকবে।”
বাদ গুরবিন্দর
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে দিল হকি ইন্ডিয়া। আঠারো সদস্যের দল থেকে বাদ পড়েছেন স্ট্রাইকার গুরবিন্দর সিংহ চান্ডি। আট দেশের টুর্নামেন্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ সর্দার সিংহই। ভুবনেশ্বরে ৬-১৪ ডিসেম্বর বসবে এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। চান্ডি ছাড়াও বাদ পড়েছেন মিডফিল্ডার চিংগ্লেনসানা সিংহ কাংজুজাম। চান্ডি ও চিংগ্লেনের জায়গায় দলে এসেছেন ললিত উপাধ্যায় ও এস কে উথাপ্পা।
চ্যাম্পিয়ন পশ্চিম রেল
৭১তম সর্বভারতীয় রেল ফুটবলে চ্যাম্পিয়ন পশ্চিম রেল। গত ২২ নভেম্বর খড়গপুরে সেরসা স্টেডিয়ামে দক্ষিণ-পূর্ব রেলওয়েকে ৭-৬ গোলে হারায় তারা। দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার রাধে শ্যাম বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।
অন্য খেলায়
ক্রীড়াসরঞ্জাম এবং শীতবস্ত্র প্রদান করা হল ইছাপুর প্রতিবন্ধী স্কুলের ছাত্রদের। আয়োজক শ্যামনগর স্পোর্টস অ্যাসেন্ড ওয়েলফেয়ার সোসাইটি। হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়, মিহির বসু, মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী ও সূর্যবিকাশ চক্রবর্তী।
উন্মোচন হয়ে গেল রিও অলিম্পিকের ম্যাসকটের (বাঁ দিকে)। উজ্জ্বল হলুদ রঙের এই ম্যাসকট বেড়াল-জাতীয় প্রাণীর আদলে তৈরি। ডান দিকে প্যারালিম্পিকের ম্যাসকট দেশের উদ্ভিদজীবনের প্রতীক। দুই ম্যাসকটের নামকরণ অবশ্য এখনও হয়নি। সোমবার রিও দে জেনেইরোয়। ছবি: রয়টার্স
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy