ক্রিকেটকে বিদায় ব্রেন্ডন ম্যাকালামের। ছবি: ফাইল চিত্র।
প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। ৩৭ বছর বয়সী নিউজিল্যান্ডের এই কিংবদন্তি ক্রিকেটার দেশের হয়ে ১০১ টি টেস্ট ম্যাচ খেলে মোট ৬৪৫৩ রান করেন।
ভারতের বিরুদ্ধেই তিনি লাল বলের ক্রিকেটে নিজের সর্বাধিক ৩০২ রানের ইনিংসটি খেলেন। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলা চালিয়ে যাচ্ছিলেন এই বিধ্বংসী ব্যাটসম্যান। কিউয়িদের হয়ে ৭১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ২১৪০ রান করলেও ‘ব্যাজ’ নিজের গোটা টি-টোয়েন্টি কেরিয়ারে মোট ৩৭০টি ম্যাচ খেলে ৯৯২২ রান করেন।
কানাডায় চলা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে যুবরাজ, রাসেলদের বিপক্ষে টরেন্টো ন্যাশনালসের হয়ে খেলতে দেখা গিয়েছিল তাঁকে।এরই মাঝে ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাতে নিজের টুইটার অ্যাকাউন্টে নিজের অবসরের কথা ঘোষণা করেন ম্যাকালাম। তিনি বলেন, ‘‘২০ বছরের আমার ক্রিকেট জীবনকে আমি বিদায় জানাতে চলেছি। এই টুর্নামেন্টই আমার শেষ টুর্নামেন্ট, এরপর আমি আর খেলব না। নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আমি অত্যন্ত গর্বিত এবং সন্তুষ্ট।”
It’s been real... pic.twitter.com/sdCqLZTDz6
— Brendon McCullum (@Bazmccullum) August 5, 2019
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের প্রথম ম্যাচে ৭৩ বলে ১৫৮ রানের তাঁর ইনিংস ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে এখনও তাজা। তাঁর নেতৃত্বাধীন কিউয়ি দল ২০১৫ সালের বিশ্বকাপ ফাইনালে ওঠে।এরপর কী করবেন এখনও কিছু জানাননি তিনি। তবে কেকেআরের ব্যাটিং পরামর্শদাতার ভূমিকায় তাঁকে দেখা যেতে পারে বলে জোর জল্পনা।
আরও পড়ুন: লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন স্টেইন
আরও পড়ুন: ৩৭০ বিলোপকে কটাক্ষ করে আফ্রিদির টুইট, পাল্টা তোপ গম্ভীরের
এরই মধ্যে নিউজিল্যান্ডের আরেক প্রাক্তন অধিনায়ক ও বাংলাদেশের নতুন স্পিন পরামর্শদাতা ড্যানিয়েল ভেত্তোরির ১১ নম্বর জার্সিকে চিরতরের জন্য তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। টুইটারে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয় দু’শো বা তাঁর অধিক ওয়ানডে খেলা খেলোয়াড়দের জার্সি তারা সম্পূর্ণরূপে তুলে রাখবেন বলে ঠিক করেছে।
Players that represent New Zealand in 200 ODIs have their shirt number retired. Daniel Vettori who wore number 11 has played the most ODIs for the BLACKCAPS with 291. pic.twitter.com/5oeGPKdnEK
— BLACKCAPS (@BLACKCAPS) August 5, 2019
ভেত্তোরি ব্ল্যাক ক্যাপসদের হয়ে সর্বাধিক ২৯১ টি ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছেন। তাঁদের এই সিদ্ধান্তকে যে ক্রিকেটবিশ্ব কুর্নিশ জানাবে তা বলাই বাহুল্য।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy