Advertisement
০২ নভেম্বর ২০২৪
Amit Panghal

চিনের বক্সারকে উড়িয়ে অলিম্পিক্সের ছাড়পত্র পঙ্ঘালের

রবিবার ব্যাঙ্ককে যোগ্যতা অর্জন পর্বের কোয়ার্টার ফাইনালে চিনের বক্সার চুয়াং লিউ-কে ৫-০ ফলে হারিয়ে দিয়েছেন পঙ্ঘাল। ভারতীয় পুরুষ বক্সিং বিভাগে পঞ্চম সদস্য হিসেবে তিনি অলিম্পিক্সে অংশ নেওয়া নিশ্চিত করেছেন।

অমিত পঙ্ঘাল।

অমিত পঙ্ঘাল। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ জুন ২০২৪ ০৭:০৬
Share: Save:

প্যারিস অলিম্পিক্সের দলে জায়গা করে নিলেন ভারতের বক্সার অমিত পঙ্ঘাল। রবিবার ব্যাঙ্ককে যোগ্যতা অর্জন পর্বের কোয়ার্টার ফাইনালে চিনের বক্সার চুয়াং লিউ-কে ৫-০ ফলে হারিয়ে দিয়েছেন পঙ্ঘাল। ভারতীয় পুরুষ বক্সিং বিভাগে পঞ্চম সদস্য হিসেবে তিনি অলিম্পিক্সে অংশ নেওয়া নিশ্চিত করেছেন।

পঙ্ঘালের সঙ্গে মেয়েদের বিভাগেও অলিম্পিক্সে অংশ নেওয়া নিশ্চিত করেছেন জাসমিন লাম্বোরিয়া। ৬০ কেজির পরিবর্তে ৫৭ কেজি বিভাগে জাসমিন এ বার লড়াই করতে নেমেছেন। শেষ মুহূর্তে তিনি ডাক পান পরভীন হুডার পরিবর্তে। এ দিন তিনি সহজেই হারিয়ে দিয়েছেন মালির বক্সার মারিনে কামারা-কে। প্রসঙ্গত এর আগে অলিম্পিক্সের ছাড়পত্র আদায় করে নিয়েছেন নিশান্ত দেব (৭১ কেজি), নিখাত জ়ারিন (৫০ কেজি), প্রীতি পওয়ার (৫৪ কেজি), লাভলিনা বরগোঁহাই (৭৬ কেজি)।

অন্য বিষয়গুলি:

Paris Olympics 2024 Amit Panghal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE