ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব শহরে সে ভাবে না পড়লেও গ্রাম এবং উপকূল এলাকাগুলি ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড় কমতেই তাই আর দেরি করেননি অশোক ডিন্ডা। গ্রামে গ্রামে ঘুরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি দেখতে বেরিয়ে পড়েছেন। দিয়েছেন সাহায্যের আশ্বাস।
এ বারের বিধানসভা ভোটে ময়না কেন্দ্র থেকে বিজেপি-র হয়ে জিতেছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার ডিন্ডা। বৃহস্পতিবার সকালেই স্থানীয় কর্মীদের নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি দেখতে বেড়িয়ে পড়েন তিনি। কথা বলেন ভিটেমাটি ছেড়ে নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে উঠে যাওয়া মানুষদের সঙ্গেও।
পরে টুইটারে তিনি লেখেন, ‘ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ময়নার এলাকাগুলি দেখতে বেরিয়েছিলাম। ঘূর্ণিঝড়ের প্রভাবে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাঁরা সব হারিয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানোর জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। কোনও বাধাই ওঁদের সাহায্য করার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে না’।
After visiting the cyclone hit affected parts of Moyna, I sincerely pledge to stand by the families who have lost and suffered due to the havoc wrecked by the cyclone. No stones shall be left unturned to help those in need. pic.twitter.com/Vo5W3K3xJp
— Ashoke Dinda (@dindaashoke) May 26, 2021
আমপানের মতো রূপ ইয়াস না দেখালেও প্রায় এক কোটি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি এবং ঘরবাড়ির।