সুনীল ছেত্রী। ফাইল চিত্র
আইএসএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে আজ, মঙ্গলবার বেঙ্গালুরু এফসি-র প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ম্যাচের আগে প্রবল অস্বস্তিতে দুই দল।
শেষ চারটি ম্যাচেই হেরেছেন সুনীল ছেত্রীরা। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে বেঙ্গালুরু। টানা ছ’টি ম্যাচে জয় অধরা নর্থ ইস্টের। বলিউড তারকা জন আব্রাহামের দল হেরেছে তিনটি ম্যাচে। ড্র করেছে তিনটি ম্যাচে। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের বেঙ্গালুরুর চেয়ে এক ধাপ নীচে অর্থাৎ, সপ্তম স্থানে রয়েছে নর্থ ইস্ট। মঙ্গলবার দু’দলের কাছেই ঘুরে দাঁড়ানোর পরীক্ষা।
আইএসএলের প্রথম পর্বে নর্থ ইস্টের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ২-২ ড্র করেছিল বেঙ্গালুরু। এখন পরিস্থিতি আরও প্রতিকূল। প্রধান কোচ কার্লেস কুদ্রাতকে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হারের পরেই সরিয়ে দেওয়া হয়েছে। দলের অন্যতম ভরসা আশিক কুরুনিয়ন চোট পেয়ে ছিটকে গিয়েছেন। নানা সমস্যায় জর্জরিত বেঙ্গালুরুর অন্তর্বর্তীকালীন কোচ নৌশাদ মুসা বলেছেন, ‘‘নর্থ ইস্টের খেলা আমি দেখেছি। দল হিসেবে ওরা যথেষ্ট ভাল।’’ তিনি যোগ করেছেন, ‘‘প্রথম পর্বে ম্যাচের ফল ছিল ২-২। নর্থ ইস্ট এমন একটা দল, যারা যে কোনও মুহূর্তে ঘুরে দাঁড়াতে সক্ষম। তাই সব সময় সতর্ক থাকতে হবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘দ্বিতীয় পর্বের শুরুটা ভাল ভাবে করাই আমাদের মূল লক্ষ্য।’’
নর্থ ইস্টেরও প্রধান সমস্যা রক্ষণ। ১০ ম্যাচে ১৪টি গোল খেয়েছেন ডিলান ফক্সরা। গোল করেছেন ১২টি। নির্বাসনের কারণে প্রধান কোচ জেরার নুস কাসানোভা বেঙ্গালুরুর বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চে থাকতে পারবেন না।
লাল-হলুদে অজয়, শুভম: মাঝমাঠের সমস্যা দূর করতে হায়দরাবাদ এফসি থেকে অজয় ছেত্রীকে লোনে নিল এসসি ইস্টবেঙ্গল। এ ছাড়াও কাস্টমস থেকে গোলরক্ষক শুভম সেনকে সই করিয়েছেন লাল-হলুদ কর্তারা। দু’জনেই ইতিমধ্যে গোয়া পৌঁছে গিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy