Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
santosh trophy

ফাইনালে বাংলা, দুরন্ত লাভলিনা

অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী বক্সার লাভলিনা বরগোহাঁই এবং কমনওয়েলথ গেমসে পদক জয়ী মহম্মদ হুসামুদ্দিন ও জ্যাসমিন লাম্বোরিয়া জাতীয় গেমসে পদক নিশ্চিত করলেন কোয়ার্টার ফাইনালে জয়ের ফলে।

লাভলিনা বরগোহাঁই।

লাভলিনা বরগোহাঁই। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২২ ০৬:২৮
Share: Save:

সার্ভিসেসকে ১-০ গোলে হারিয়ে জাতীয় গেমস ফুটবলের ফাইনালে উঠল বাংলা দল। রবিবার গুজরাতের আমদাবাদে ম্যাচের ২৫ মিনিটে একমাত্র গোলটি করেন সুরজিত হাঁসদা। ফাইনালে বাংলার সামনে কেরল। রবিবার অন্য সেমিফাইনালে ২-০ গোলে কর্নাটককে হারায় তারা। সন্তোষ ট্রফির ফাইনালে কেরলের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলার। জাতীয় গেমসে ছবিটা বদলাতে মরিয়া সুরজিতরা।

এ দিকে, অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী বক্সার লাভলিনা বরগোহাঁই এবং কমনওয়েলথ গেমসে পদক জয়ী মহম্মদ হুসামুদ্দিন ও জ্যাসমিন লাম্বোরিয়া জাতীয় গেমসে পদক নিশ্চিত করলেন কোয়ার্টার ফাইনালে জয়ের ফলে। পাশাপাশি গুজরাতের আসিফআলি আসগরআলি সইদ ও রুচিতা রাজপুতও পদক জয়ের দৌড়ে আছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং এশিয়া পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় খেতাবজয়ী অসমের শিবা থাপাও এ দিন ৫-০ জিতেছেন পঞ্জাবের বিকাশের বিরুদ্ধে। মেয়েদের ৬০ কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী সিমরনজিৎ কৌর (পঞ্জাব) শেষ চারে উঠেছেন সহজেই মিজোরামের প্রতিপক্ষের বিরুদ্ধে ৫-০ জিতে। লাভলিনা ৭৫ কেজি বিভাগে দাপটে জেতেন ৫-০ ফলে কেরলের কে এ ইন্দ্রজার বিরুদ্ধে।

অন্য বিষয়গুলি:

santosh trophy Lovlina Borgohain national games
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy