হরমনপ্রীত ও স্মৃতি। ফাইল ছবি
পুরুষদের ক্ষেত্রে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু ইংল্যান্ডে ঘরোয়া লিগ ‘দ্য হানড্রেড’ খেলতে চার মহিলা ক্রিকেটারকে ছাড়পত্র দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আট দলের এই প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ২১ জুলাই থেকে। জানা গিয়েছে, বোর্ড ইতিমধ্যেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ পাঠিয়ে দিয়েছে।
এই চার মহিলা ক্রিকেটার হলেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, জেমাইমা রডরিগেজ এবং দীপ্তি শর্মা। এর আগে ইংল্যান্ডে কিয়া সুপার লিগে খেলেছেন এঁরা। কিন্তু দ্য হানড্রেড আসার পর ওই প্রতিযোগিতা তুলে দেওয়া হয়েছে।
দ্য হানড্রেড খেলার আগে অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে একাধিক ফরম্যাটে খেলবেন হরমনপ্রীতরা। ১৬ জুন থেকে ব্রিস্টলে একটি টেস্ট হবে। এরপর একদিনের এবং টি-টোয়েন্টি সিরিজও খেলা হবে। এরপর যাঁরা দ্য হানড্রেডে খেলবেন, তাঁরা থেকে যাবেন। বাকিরা দেশে ফিরে আসবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy