Advertisement
০৪ নভেম্বর ২০২৪
FC Bayern Munich

আজ জিতলেই চ্যাম্পিয়ন বার্য়ান

সুয়ারেসের খেলা নিয়ে জল্পনা: মায়োরকাকে ৪-০ চূর্ণ করে লা লিগায় দুর্দান্ত প্রত্যাবর্তনের ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই লেগানেসের বিরুদ্ধে প্রস্তুতিতে নেমে পড়লেন লিয়োনেল মেসিরা।

বায়ার্ন মিউনিখ। ফাইল চিত্র

বায়ার্ন মিউনিখ। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০২০ ০২:১২
Share: Save:

টানা অষ্টমবার জার্মান বুন্দেশলিগা জয়ের সামনে বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার ওয়ার্ডার ব্রেমেনের বিরুদ্ধে জিতলে দু’ম্যাচ বাকি থাকতেই খেতাব জিতবেন থোমাস মুলার, রবার্ট লেয়নডস্কিরা। ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবলের শীর্ষে বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৩১ ম্যাচে ৬৬। চ্যাম্পিয়ন হওয়ার জন্য বায়ার্নের দরকার মাত্র তিন পয়েন্ট। ম্যানেজার হান্সি ফ্লিক বলছেন, ‘‘ব্রেমেনকে হারিয়ে খেতাব নিশ্চিত করাই লক্ষ্য।’’

সুয়ারেসের খেলা নিয়ে জল্পনা: মায়োরকাকে ৪-০ চূর্ণ করে লা লিগায় দুর্দান্ত প্রত্যাবর্তনের ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই লেগানেসের বিরুদ্ধে প্রস্তুতিতে নেমে পড়লেন লিয়োনেল মেসিরা। মঙ্গলবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে বার্সেলোনার জার্সিতে লুইস সুয়ারেসের খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ম্যানেজার কিকে সেতিয়েন বলেছেন, ‘‘পেশির চোট সারিয়ে সদ্য দলে ফিরেছে সুয়ারেস। ওকে প্রথম দলে রাখা হবে কি না তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’’ কার্ড সমস্যায় খেলতে পারবেন না আগের ম্যাচের গোলদাতা ডিফেন্ডার জর্দি আলবা।

মঙ্গলবার লা লিগায়: বার্সেলোনা বনাম লেগানেস (রাত, ১.৩০ ফেসবুক)।

অন্য বিষয়গুলি:

FC Bayern Munich Bundesliga Football Germany
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE