বায়ার্ন মিউনিখ। ফাইল চিত্র
টানা অষ্টমবার জার্মান বুন্দেশলিগা জয়ের সামনে বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার ওয়ার্ডার ব্রেমেনের বিরুদ্ধে জিতলে দু’ম্যাচ বাকি থাকতেই খেতাব জিতবেন থোমাস মুলার, রবার্ট লেয়নডস্কিরা। ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবলের শীর্ষে বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৩১ ম্যাচে ৬৬। চ্যাম্পিয়ন হওয়ার জন্য বায়ার্নের দরকার মাত্র তিন পয়েন্ট। ম্যানেজার হান্সি ফ্লিক বলছেন, ‘‘ব্রেমেনকে হারিয়ে খেতাব নিশ্চিত করাই লক্ষ্য।’’
সুয়ারেসের খেলা নিয়ে জল্পনা: মায়োরকাকে ৪-০ চূর্ণ করে লা লিগায় দুর্দান্ত প্রত্যাবর্তনের ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই লেগানেসের বিরুদ্ধে প্রস্তুতিতে নেমে পড়লেন লিয়োনেল মেসিরা। মঙ্গলবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে বার্সেলোনার জার্সিতে লুইস সুয়ারেসের খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ম্যানেজার কিকে সেতিয়েন বলেছেন, ‘‘পেশির চোট সারিয়ে সদ্য দলে ফিরেছে সুয়ারেস। ওকে প্রথম দলে রাখা হবে কি না তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’’ কার্ড সমস্যায় খেলতে পারবেন না আগের ম্যাচের গোলদাতা ডিফেন্ডার জর্দি আলবা।
মঙ্গলবার লা লিগায়: বার্সেলোনা বনাম লেগানেস (রাত, ১.৩০ ফেসবুক)।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy