পাকিস্তান টেলিভিশনে বোমা ফাটিয়েছিলেন শোয়েব আখতার। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ দাবি করেন, পাকিস্তান ক্রিকেট দলে বেশ কয়েক জন ক্রিকেটার দানিশ কানেরিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। কারণ দানিশের ধর্ম হিন্দু। তাই দলে ও ছিল ব্রাত্য। অনেকে কানেরিয়ার সঙ্গে বসে খেতে পর্যন্ত চাইত না।
শোয়েবের এমন দাবির পরে অনেকের মনেই প্রশ্ন, কানেরিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করতেন কারা। ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ অবশ্য কারওর নাম প্রকাশ করেননি। কানেরিয়াও নাম নেননি।
আরও পড়ুন: ‘হ্যাপি বার্থডে, লেজেন্ড!’ কপিলের জন্মদিনে শুভেচ্ছা জানালেন অন্য কপিল
প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলি নিশ্চিত, সস্তাদরের জনপ্রিয়তার জন্য এমন বিস্ফোরণ ঘটাননি শোয়েব। প্রাক্তন পাক পেসারের কোর্টে বল ঠেলে দিয়ে বাসিত বলছেন, ‘‘শোয়েব এমনিতেই জনপ্রিয়। ওর নতুন করে জনপ্রিয়তার দরকার নেই। কানেরিয়ার সঙ্গে খারাপ ব্যবহার যারা করত, তাদের নাম যদি শোয়েব জানে, তা হলে প্রকাশ করুক।’’
বাসিতের এ হেন মন্তব্যের পরে অনেকেই মনে করছেন, পরোক্ষে শোয়েবের উপরেই চাপ বাড়িয়ে দিলেন তিনি। বাসিত আরও বলেন, ‘‘ক্রিকেটার জীবনে এমন ধরনের ঘটনার কথা আমি কখনও শুনিনি।’’ শোয়েব কি এ বার নাম প্রকাশ করবেন? এই প্রশ্নই ঘোরাফেরা করছে পাকিস্তান ক্রিকেটে।