ক্রুনাল পাণ্ড্য এবং দীপক হুডা।
চাঞ্চল্যকর অভিযোগ ভারতীয় অলরাউন্ডার ক্রুনাল পান্ড্যর বিরুদ্ধে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বরোদা দলের অধিনায়ক ক্রুনাল। তাঁর দলেই রয়েছেন অলরাউন্ডার দীপক হুডা, যিনি নিজেও এক সময় বরোদা দলের অধিনায়ক ছিলেন। হুডার অভিযোগ ক্রুনাল তাঁর সঙ্গে অসভ্যতা করেন, কুমন্তব্য করেন। ক্যাম্প ছেড়ে বেরিয়েও গিয়েছেন হুডা।
এই মুহূর্তে বরোদা দল রয়েছে বদোদরায়। সেখানেই রবিবার শুরু হবে তাদের মুস্তাক আলি ট্রফির যাত্রা। তার আগে শনিবার দলের অভিজ্ঞ অলরাউন্ডার হুডার এমন অভিযোগ এবং ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাওয়ায় বেশ বিপাকে বরোদা দল। বোর্ডকে চিঠিও পাঠিয়েছেন হুডা। তিনি লেখেন, ‘১১ বছর বরোদার হয়ে খেলছি। এই মুহূর্তে সৈয়দ মুস্তাক আলি ট্রফির দলে রয়েছি। আমি প্রচণ্ড হতাশ এবং চাপের মধ্যে রয়েছি। আমার দলের অধিনায়ক ক্রুনাল পান্ড্য শেষ দু’দিন ধরে দলের বিভিন্ন ক্রিকেটার এবং অন্য রাজ্যের ক্রিকেটারদের সামনেও আমার উদ্দেশে অশ্লীল ভাষা ব্যবহার করে। আমার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে ও। আমি কী করে দলের হয়ে খেলি সে দেখে নেবে বলে হুমকিও দেয়। আমার ক্রিকেট জীবনে এমন পরিস্থিতিতে কখনও পড়িনি’।
বরোদার হয়ে সব ধরণের ক্রিকেটে অংশ নিয়েছেন হুডা। ৭ বছর আইপিএলেও খেলেছেন তিনি। দুবাইতে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে শেষ আইপিএল খেলেছেন হুডা। তিনি বলেন, “বহু আন্তর্জাতিক ক্রিকেটার, অধিনায়কদের সঙ্গে খেলেছি। কখনও এমন ব্যবহার পাইনি। এই পরিস্থিতিতে আমার পক্ষে নিজের সেরাটা দেওয়া সম্ভব নয়। আমার অনুশীলনেও ব্যাঘাত ঘটিয়েছে বরোদা দলের অধিনায়ক।”
আরও পড়ুন: ফের বর্ণবৈষম্যের শিকার সিরাজ, মাঠ থেকে কিছু দর্শককে বার করে দিল পুলিশ
বরোদা দলের ম্যানেজারের কাছে এই অভিযোগের ভিত্তিতে দলের পরিস্থিতি জানতে চেয়েছে বরোদা ক্রিকেট বোর্ড। হুডা ভারতীয় দলের হয়ে না খেললেও শ্রীলঙ্কা সফর এবং নিদাহাস ট্রফির দলে ছিলেন। যদিও প্রথম একাদশে জায়গা পাননি তিনি।
যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই ক্রুনাল পান্ড্য ভারতীয় দলের হয়ে ১৮টি টি২০ খেললেও প্রায় ১ বছর তিনি দলের বাইরে। উত্তরাখন্ডের বিরুদ্ধে রবিবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে নামবে বরোদা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy