ডিপের গোলে মান বাঁচল বার্সেলোনার। ছবি: রয়টার্স
লা লিগার দ্বিতীয় ম্যাচে ছন্দহীন বার্সেলোনা। অ্যাটলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে হেরেও যেতে পারত তারা। লিয়োনেল মেসি চলে যাওয়ার পর প্রথম হারের মুখ দেখতে হবে বলে মনে করছিলেন সমর্থকরা। তবে রক্ষাকর্তা হয়ে উঠলেন মেমফিস ডিপে। অন্য দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচেও জয় পেল লিভারপুল।
বার্সেলোনার বিরুদ্ধে ৫০ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় বিলবাও। গোল করেন ইনিগো মারতিনেজ। সেই গোল শোধ করেন এই মরসুমে বার্সেলোনায় আসা নেদারল্যান্ডসের স্ট্রাইকার ডিপে। বার্সেলোনার হয়ে প্রথম গোল করলেন তিনি। সের্খিয়ো রোবের্তোর উঁচু করে পাঠানো পাস ধরে সাজিয়ে নেন নিজের বাঁ পায়ে। তারপর জোরালো শটে ঢুকিয়ে দেন গোলে। তবে ম্যাচের বাকি সময় আর গোল পায়নি বার্সেলোনা। ১-১ ড্র হয়ে যায় ম্যাচ।
ইপিএল-এ বার্নলেকে হারিয়ে দেয় লিভারপুল। আগের ম্যাচে নরউইককে ৩-০ গোলে হারানোর পর শনিবার তারা জেতে ২-০ গোলে। লিগ টেবিলের শীর্ষে লিভারপুলই। ডিয়োগো জোটা এবং সাদিয়ো মানে গোল করেন। ২৭ মিনিটের মাথায় গোল করেছিলেন মহম্মদ সালহ। তবে ভারের মাধ্যমে দেখে সেই গোল বাতিল করে দেন রেফারি।
𝗕𝗮𝗰𝗸 𝗵𝗼𝗺𝗲 𝘄𝗶𝘁𝗵 𝗮 𝘄𝗶𝗻 ❤️
— Liverpool FC (@LFC) August 21, 2021
প্রিমিয়ার লিগে রবিবার খেলতে নামবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সাদাম্পটনের বিরুদ্ধে খেলবে তারা। টটেনহ্যাম খেলবে উলভসের বিরুদ্ধে। চেলসি বনাম আর্সেনাল খেলাও রয়েছে রবিবার। লা লিগায় রিয়াল মাদ্রিদ খেলবে লেভানতের বিরুদ্ধে। অন্য দিকে সেরি আ-তে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্টাসের খেলা রয়েছে রবিবার। তারা খেলবে উদিনেসের বিরুদ্ধে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy