Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Ngangom Bala Devi

ইউরোপের মাঠে ৩০ গজ দূর থেকে গোল করে বিশ্ব মাতালেন ভারতের বালা দেবী

৫-০ গোলে এই ম্যাচ জয় পায় রেঞ্জার্স।

বালা দেবী

বালা দেবী টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০২১ ২২:৫৪
Share: Save:

দুর্দান্ত গোল করলেন বালা দেবী। স্কটল্যান্ডের লিগে ভারতের এই মহিলা ফুটবলারের করা গোলে মুগ্ধ ফুটবলপ্রেমীরা।

রেঞ্জার্স এফসি-র হয়ে ৩০ গজ দূর থেকে ডান পায়ের শটে গোল করেন বালা দেবী। মহিলাদের স্কটিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রেঞ্জার্সের বিরুদ্ধে ছিল স্পার্টান এফসি। ৫-০ গোলে এই ম্যাচ যেতে রেঞ্জার্স। ম্যাচের একেবারে শেষ দিকে গোল করেন বালা দেবী। তিনি প্রতি আক্রমণে উঠছিলেন। স্পার্টান এফসি-র গোলরক্ষককে এগিয়ে আসতে দেখেন। তখন তাঁর মাথার ওপর দিয়ে শট মারেন তিনি।

রেঞ্জার্স এফসি-র হয়ে এটি দ্বিতীয় গোল বালা দেবীর। গত বছরের জানুয়ারি মাসে রেঞ্জার্সে সই করেন বালা দেবী। প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইউরোপের প্রথম সারির লিগে গোল করে নজির গড়েছেন তিনি। সেই ম্যাচে মাদারওয়েল এফসি-র বিরুদ্ধে ৯-০ গোলে জিতেছিল তাঁর দল।

অন্য বিষয়গুলি:

AIFF Ngangom Bala Devi Rangers FC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE