সারা দেশ যখন হনুমা বিহারীকে নিয়ে ধন্য ধন্য করছে, তখন বাবুল সুপ্রিয়র কাছে তিনি অপরাধী। হনুমার মাটি কামড়ে পড়ে থাকা ব্যাটিংয়ের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত সিডনি টেস্ট ড্র করলেও বাবুলের প্রশ্ন কেন জেতার জন্য ঝাঁপালেন না হনুমা?
খেলা শেষ হওয়ার পর হঠাৎই দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী ও গায়ক বাবুল সুপ্রিয়র টুইট, ‘‘৭ রান করতে ১০৯ বল! নির্মম বললেও কম বলা হয়। ভারতের ঐতিহাসিক জয়ের সুযোগ হনুমা বিহারী মেরে ফেলল তা নয়, ক্রিকেটকে খুন করল। জেতার রাস্তা না রাখা, সেটা যত সংকীর্ণই হোক না কেন, ক্রাইম।’’ শেষে তাঁর সংযোজন, ‘‘আমি জানি, ক্রিকেটের কিছুই জানি না।’’
এই টুইট করার সঙ্গে সঙ্গে ট্রোলড হয়েছেন বাবুল। নেটাগরিকদের একটাই বক্তব্য, ক্রিকেটের যদি কিছুই না জানেন, তাহলে হঠাৎ হারা ম্যাচ বাঁচানো হনুমা বিহারীকে নিয়ে এত কড়া সমালোচনা কেন করতে গেলেন তিনি?
Playing 109 balls to score 7 !That is atrocious to say the least•Hanuma Bihari has not only killed any Chance for India to achieve a historic win but has also murdered Cricket.. not keeping win an option, even if remotely, is criminal.
— Babul Supriyo (@SuPriyoBabul) January 11, 2021
PS: I know that I know nothing abt cricket
একজন লিখেছেন, ‘‘গান-বাজনার মধ্যেই থাকুন না। ক্রিকেট আপনার বিষয় নয়।’’ চোট নিয়ে হনুমার খেলতে নামার কথা মনে করিয়ে দিয়ে একজন লিখেছেন, ‘‘সত্যি বলছেন? না মজা করছেন? আমরা তো টেস্ট ক্রিকেটার হনুমার জন্ম দেখলাম। ওঁর শারীরিক অবস্থার কথা যদি জানতেন, তাহলে যা বলেছেন, সেগুলো বলতেন না।’’ একজনের বক্তব্য, ‘‘ওঁর টুইটার অ্যাকাউন্টে ব্লু টিক আছে মানেই ঘটে বুদ্ধি আছে, এটা ভাবার কোনও কারণ নেই। পাত্তা দেওয়ার দরকার নেই।’’
আরেক নেটাগরিকের ট্রোল, ‘‘এটা ক্রিকেট। গান গাওয়ার চেয়ে অনেক আলাদা। তাল সুর কেটে বার বার গান রেকর্ডিং করা যায়। যেমন বুলবুল করে আর কী! ক্রিকেটে একটা বলে তাল কাটলেই সব শেষ। এই বিদ্যে নিয়ে জয় শাহ-র ব্যক্তিগত সহায়ক হিসেবে কাজ পেয়ে যাবে বুলবুল।’’
বাবুলের টুইটের কিছুক্ষণ পরেই কপিল দেব টুইট করে ভারতীয় দলের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, ‘‘ওয়েল ডান ভারতীয় ক্রিকেট দল। আপ কা জওয়াব নেহি।’’ ভারতের বিশ্বজয়ী অধিনায়ক ছাড়াও সচিন তেন্ডুলকার, ভি ভি এস লক্ষ্মণ, রিকি পন্টিং টুইট করে হনুমা বিহারীদের প্রশংসা করেছেন। নেটাগরিকদের বক্তব্য, এরকম দুর্দান্ত পারফরম্যান্স যেখানে প্রাক্তন ক্রিকেটারদের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন, সেখানে ‘ক্রিকেটের কিছুই না জানা’ বাবুল সুপ্রিয় খামোখা এত কথা লিখতে গেলেন কেন?