বাবর আজম। ছবি: টুইটার থেকে
ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বিদেশেও। পড়শি দেশের ক্রিকেট অধিনায়ক বাবর আজমও ভারতের পরিস্থিতি নিয়ে চিন্তিত। টুইট করে সেই বার্তাই দিয়েছেন বাবর।
পাকিস্তান অধিনায়ক বাবর টুইট করে লেখেন, ‘ভারতের সকল মানুষের জন্য ঈশ্বরের কাছে সুস্থতা কামনা করি। সকলের এক সঙ্গে থাকাটা জরুরি। সবার কাছে অনুরোধ করোনার সব নিয়ম মেনে চলুন। আমাদের সকলের জন্য এটা জরুরি। এক সঙ্গে থাকলে আমরা জিতবই’।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৭১ জন। ভারতের সর্বত্র প্রায় কোনও হাসপাতালে জায়গা নেই। অভাব দেখা যাচ্ছে অক্সিজেনেরও, এমন অবস্থায় ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন বাবর। এর আগে ইমরান খানের সরকারের কাছে ভারতকে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছিলেন শোয়েব আখতার।
Prayers with the people of India in these catastrophic times. It's time to show solidarity and pray together. I also request all the people out there to strictly follow SOPs, as it's for our safety only. Together we can do it. #StayStrong pic.twitter.com/YCLb13ITlO
— Babar Azam (@babarazam258) April 26, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy