বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জেতার দিকে এগোচ্ছেন নাদাল। ছবি পিটিআই
সহজেই অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে গেলেন রাফায়েল নাদাল। বুধবার জার্মানির যোগ্যতা অর্জনকারী খেলোয়াড় ইয়ানিক হাফমানকে হারিয়ে দিলেন তিনি। ৬-২, ৬-৩, ৬-৪ গেমে হাফমানকে হারিয়েছেন নাদাল। জয় এসেছে ২ ঘণ্টা ৪২ মিনিটে। তবে সানিয়া মির্জা এবং রোহন বোপান্নার বিদায় হয়ে গেল অস্ট্রেলিয়ান ওপেন থেকে।
রজার ফেডেরার এবং নোভাক জোকোভিচের অনুপস্থিতিতে বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জেতার দিকে এগোচ্ছেন নাদাল। ম্যাচের পর বলেছেন, ক্রমশ ছন্দ খুঁজে পাচ্ছেন তিনি। স্পেনীয় তারকার কথায়, “প্রতিযোগিতা শুরুর আগে বলেছিলাম, সব কিছু নিখুঁত হবে না। কিন্তু যত ম্যাচ এগোচ্ছে, তত কোর্টে আরও ভাল ভাবে খেলতে পারছি । ঠিক পথেই এগোচ্ছি। যে পরিস্থিতি পেরিয়ে এসেছি, তারপরে আবার অস্ট্রেলিয়ান ওপেনে যে তৃতীয় রাউন্ডে খেলতে পারব, এটা একটা বড় ব্যাপার।”
Rafa rolls on 💪
— #AusOpen (@AustralianOpen) January 19, 2022
@RafaelNadal puts in a top performance to move past Yannick Hanfmann 6-2 6-3 6-4. #AusOpen • #AO2022
🎥: @wwos • @espn • @eurosport • @wowowtennis pic.twitter.com/MjWumk2z27
তবে মহিলাদের ডাবলস থেকে বুধবার বিদায় নিলেন সানিয়া মির্জা। ইউক্রেনীয় সঙ্গী নাদিয়া কিচেনককে নিয়ে ৪-৬, ৬-৭ গেমে হেরে গিয়েছেন কাজা জুভান এবং তামারা জিদানসেক জুটির বিরুদ্ধে। তার আগেই পুরুষদের ডাবলস থেকে বিদায় নেন রোহন বোপান্না এবং তাঁর সঙ্গী এডুয়ার্ড রজার ভেসেলিন। তাঁরা ৬-৩, ৬-৭, ২-৬ হারেন ট্রিট হুয়ে এবং ক্রিস্টোফার রুংকাট জুটির বিরুদ্ধে।
এ ছাড়া অন্যান্য খেলায়, সপ্তম বাছাই মাতেয়ো বেরেত্তিনি ৬-১, ৪-৬, ৬-৪, ৬-১ হারিয়েছেন স্টেফান কোজলোভকে। ১-২ সেটে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিয়েছেন ডেনিস শাপোভালভ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy