অবশেষে জিতল অস্ট্রেলিয়া। ছবি রয়টার্স
টি২০ সিরিজের চতুর্থ ম্যাচে এসে অবশেষে বাংলাদেশকে হারাতে সক্ষম হল অস্ট্রেলিয়া। শনিবারের ম্যাচে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়েছে ম্যাথু ওয়েডের দল।
পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম তিন ম্যাচে জেতায় সিরিজ এমনিতেই বাংলাদেশের পকেটে চলে গিয়েছে। বাকি দুটি ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার কাছে আত্মসম্মান রক্ষার লড়াই। চতুর্থ ম্যাচে জিতে বাংলাদেশের কাছে চুনকাম হওয়ার লজ্জা থেকে বেঁচে গেল তারা।
শনিবার টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লা। কিন্তু অ্যান্ড্রু টাই (৩/১৮) এবং মিচেল সোয়েপসনের (৩/১২) বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। সর্বোচ্চ রান ওপেনার মহম্মদ নইমের। ৩৬ বলে ২৮ করেন তিনি। মাহমুদুল্লা শূন্য রানে আউট হয়েছেন। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ তোলে বাংলাদেশ।
Aussie victory! Our boys are on the board in Bangladesh with a well-deserved three-wicket win 👏 #BANvAUS pic.twitter.com/dz0ZrkC32R
— Cricket Australia (@CricketAus) August 7, 2021
অস্ট্রেলিয়াও খুব একটা সুবিধে করতে পারেনি। মুস্তাফিজুর রহমান এবং মেহেদি হাসান ভালই চাপে ফেলেছিলেন অস্ট্রেলিয়াকে। কিন্তু ড্যান ক্রিশ্চিয়ান (৩৯) এবং শেষের দিকে অ্যাশটন আগারের (২৭) ইনিংসের সুবাদে বাংলাদেশকে হারাতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা হয়েছেন সোয়েপসন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy