Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Ravichandran Ashwin

ইংল্যান্ডে ভেল্কি দেখাচ্ছেন অশ্বিন, ব্যাট হাতে ব্যর্থ বিজয়

রবিচন্দ্রন অশ্বিন জায়গা পাননি ওয়েস্ট ইন্ডিজ সফরে। কাউন্টিতে সফল অশ্বিন।

কাউন্টি খেলছেন বিজয় ও অশ্বিন। — ফাইল চিত্র।

কাউন্টি খেলছেন বিজয় ও অশ্বিন। — ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১৭
Share: Save:

ওয়েস্ট ইন্ডিজ সফরে একটা টেস্টেও খেলার সুযোগ পাননি রবিচন্দ্রন অশ্বিন। কাউন্টিতে সেই অশ্বিনই এখন ভেল্কি দেখাচ্ছেন। নটিংহ্যামশায়ার ও কেন্টের মধ্যে চার দিনের ম্যাচ চলছে। সেই ম্যাচে অশ্বিন সফল।

নটিংহ্যামশায়ারের হয়ে প্রথম ইনিংসে চার-চারটি উইকেট নেন ভারতের অফ স্পিনার। নটিংহ্যামশায়ারের দাপটে কেন্ট অল আউট হয়ে যায় ৩০৪ রানে। অশ্বিনের ঘূর্ণির জবাব দিতে না পেরে প্যাভিলিয়নে ফেরেন ড্রামন্ড, জর্ডন কক্স, স্যাম বিলিংস ও রবিনসন। কাউন্টিতে এখনও পর্যন্ত সফল অশ্বিন।

চলতি মরসুমে ২৭টি উইকেট নেওয়া হয়ে গিয়েছে তাঁর। বল হাতে অশ্বিন ফুল ফোটালেও মুরলী বিজয় সমারসেটের হয়ে প্রথম ম্যাচেই ব্যর্থ। শেষ তিনটি ম্যাচের জন্য বিজয় সই করেন সমারসেটের হয়ে। প্রথম ইনিংসে ৪৬ বল খেলে বিজয় করেন মাত্র ৭ রান। সমারসেট প্রথম ইনিংসে ১৯৯ রানে অল আউট হয়ে যায়। ব্যাট করতে নেমে ইয়র্কশায়ারের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১০৩ রানে।

আরও পড়ুন: এক ম্যাচে ৩৭ ছয়! ২০ ওভারে ২৪১, তাতেও হেরে গেল গেইলদের দল

আরও পড়ুন: ঋদ্ধির সুযোগ না পাওয়া বিস্ময়কর, বললেন অরুণলাল

দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ মুরলী। খাতাই খুলতে পারেননি তিনি। ভারতীয় দলে জায়গা পাওয়ার জন্যই কাউন্টি খেলতে এসেছিলেন বিজয়। জাতীয় দলে তাঁর লড়াই মায়াঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুলের সঙ্গে। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ায় বিজয় এখন তাকিয়ে বাকি দুটো ম্যাচের দিকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE