হৃদযন্ত্রে জন্মগত ত্রুটি থাকায় চিকিৎসকেরা তাঁকে ফুটবল খেলতে বারণ করে দিয়েছেন। কিন্তু অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলি হাল ছাড়েননি। প্রতিকূলতার সঙ্গে লড়াই করে মাঠে ফিরেছেন। দ্বিতীয় ডিভিশন আই লিগে খেলার লক্ষ্য এই মরসুমে যোগ দিয়েছেন মহমেডানে। কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মেডিক্যাল কমিটি খেলার অনুমতি না দেওয়ায় ফের অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর ফুটবল ভবিষ্যৎ।
এই পরিস্থিতিতে আনোয়ারের পাশে দাঁড়াল মহমেডান। দ্বিতীয় ডিভিশন আই লিগে খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে এলেও তাদের আশা, কলকাতা লিগে আনোয়ারকে খেলার অনুমতি দেবে আইএফএ। তাই বুধবার পুরো দলের করোনা পরীক্ষার পরে আশির আখতারকে সই করালেও, রেখে দেওয়া হচ্ছে প্রতিশ্রুতিমান ডিফেন্ডারকে।
মহমেডানের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস বললেন, ‘‘মনে হয় না, এআইএফএফ-র কোনও প্রতিযোগিতায় খেলার ছাড়পত্র পাবে আনোয়ার। আশা করছি, কলকাতা লিগে ওকে খেলার অনুমতি দেবে আইএফএ।’’