১৩৬ রানের ইনিংসে বাংলাকে নির্ভরতা দিলেন অনুষ্টুপ। — ফাইল চিত্র।
দুরন্ত ইনিংস অনুষ্টুপ মজুমদারের। কটকে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের প্রথম দিন ওড়িশার বিরুদ্ধে মিডল অর্ডার ব্যাটসম্যানের লড়াকু সেঞ্চুরিই চাপ কাটিয়ে স্বস্তি আনল বাংলা শিবিরে।
টস হেরে ব্যাট করতে নেমে ৪৬ রানের মধ্যে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল বাংলার। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন (৭), কৌশিক ঘোষ (৯), অভিষেক রমন (১) ফিরে গিয়েছিলেন ১০ ওভারের মধ্যে। চারে নেমে অর্ণব নন্দী থামেন ২৪ রানে। মনোজ তিওয়ারিও (৪) ফেরেন জলদি।
তখন একশোর মধ্যে ইনিংস গুটিয়ে যাবে না তো, এমন আশঙ্কা ঘনিয়ে এসেছিল বাংলা শিবিরে। সেই পরিস্থিতি থেকে শ্রীবৎস গোস্বামীর সঙ্গে অনুষ্টুপের জুটি মেরামত করে দলকে। ষষ্ঠ উইকেটে ৯৬ রান যোগ করেন দু’জনে। সাত নম্বরে নামা শ্রীবৎস (৩৪) ফেরেন এর পর। সেখান থেকে শাহবাজ আহমেদের সঙ্গে অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে অনুষ্টুপ যোগ করেছেন ১৬৭ রান। এই জুটিই বাংলাকে পৌঁছে দিয়েছে ছয় উইকেটে ৩০৮ রানের স্বস্তিতে।
আরও পড়ুন: সীমানার ধারে বসে সেদিন কী কথা হচ্ছিল দু’জনের? কোহালি-উইলিয়ামসন বললেন...
আরও পড়ুন: ৩৯ বছর পর বেসিন রিজার্ভে, আবেগে ভাসলেন রবি শাস্ত্রী
ছয় নম্বরে নেমেছিলেন অনুষ্টুপ। চলতি মরসুমে কোনও সেঞ্চুরি করেননি। এই মরসুমে এক বার তাঁকে ফিরতে হয়েছিল নব্বইয়ের ঘর থেকে। এ বার তাই সতর্ক ছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেট তাঁর অষ্টম সেঞ্চুরি এল দাপটের সঙ্গে। শেষ পর্যন্ত ১৩৬ রানে অপরাজিত রয়েছেন তিনি। যাতে রয়েছে ২০টি চার।
শাহবাজও খেলছেন দায়িত্বের সঙ্গে। ৮২ রানে অপরাজিত তিনি। খেলেছেন ১৫৪ বল। মেরেছেন ১৩টি চার। শুক্রবার অনুষ্টুপ-শাহবাজ যত বেশি সময় ক্রিজে থাকবেন, তত ম্যাচে জাঁকিয়ে বসবে বাংলা।
HUNDRED: Anustup Majumdar completes a fine century as Bengal move closer to 230 against Odisha. 👏👏
— BCCI Domestic (@BCCIdomestic) February 20, 2020
Follow it live 👉👉 https://t.co/uwvdImzwkT#BENvODI #RanjiTrophy @paytm @CabCricket pic.twitter.com/xGvBViNh3x
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy