দু নম্বরে থাকলেও প্লে অফ নিশ্চিত এমনটা মানছেন না হাবাস। ছবি টুইটার।
মঙ্গলবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ফিরতি পর্বে খেলতে নামছে এটিকে মোহনবাগান। আগের পর্বের ম্যাচে ২-০ গোলে নর্থ ইস্টকে হারালেও এই ম্যাচে খালিদ জামিলের দলকে হাল্কাভাবে নিতে রাজি নন আন্তোনিয়ো লোপেজ হাবাস। সোমবার তিনি বলেন, ‘‘আগের পর্বের ম্যাচে আমরা জয় পেয়েছি বলে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার কোনও কারণ নেই। গত পর্বের ম্যাচে আমরা ভাল খেলেছি। তাই জয় পেয়েছি। আমরা প্রতিপক্ষকে সম্মান দিচ্ছি। এই ম্যাচ জেতার জন্য আমরা আমাদের ১০০ শতাংশ দেব।’’
জেরার্ড নুস দায়িত্ব ছাড়ার পর নর্থ ইস্ট ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন খালিদ জামিল। বেঙ্গালুরু এফসি থেকে দলে এসেছেন স্ট্রাইকার দেশর্ন ব্রাউন। কোচ ও ফুটবলার পরিবর্তন হওয়ায় প্রতিপক্ষকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন হাবাস। তিনি বলেন, ‘‘এই ম্যাচ খুব কঠিন হবে। ওদের দলে কিছু ভাল ফুটবলার আছে। তাই আমাদের জিততে গেলে অনেক ভাল খেলতে হবে।’’
দল প্লে-অফে চলে গেছে, এমনটা মানতে রাজি নন এটিকে মোহনবাগান কোচ। তবে লিগ শীর্ষে থেকেই প্লে-অফে যেতে চান হাবাস। তিনি বলেন, “আমরা জানি না কোন দল কত পয়েন্ট পেয়ে লিগ শেষ করবে। প্রথম চারে কোন কোন দল থাকবে, সেটাও পরিষ্কার নয়। এখনও অনেক ম্যাচ বাকি আছে। আমরা আমাদের পরিকল্পনা মতো চলব। সব ম্যাচ থেকেই তিন পয়েন্ট পাওয়াই লক্ষ্য আমাদের।”
চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জিতলেও স্ট্রাইকারদের ফর্ম নিয়ে চিন্তিত নন হাবাস। তিনি বলেন, ‘‘গত ম্যাচে আমরা ভাল খেলেছি। গোল করাটাই বেশি গুরুত্বপূর্ণ। প্রথম মিনিট হোক বা শেষ মিনিট। ৯০ মিনিটের খেলায় গোল যে কোনও সময় আসতেই পারে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy