অঙ্কিত মুখার্জি। ফাইল চিত্র।
এটিকে মোহনবাগান থেকে বেরিয়ে গেলেন অঙ্কিত মুখার্জি। এই ডিফেন্ডার যোগ দিচ্ছেন এসসি ইস্টবেঙ্গলে।
মঙ্গলবার এটিকে মোহনবাগানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়, অঙ্কিতকে তারা ছেড়ে দিচ্ছে। টুইটারে এটিকে মোহনবাগান লেখে, ‘‘পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে অঙ্কিত মুখার্জির সঙ্গে ক্লাবের সম্পর্কে ইতি পড়ছে। ভবিষ্যতে ওর কেরিয়ারের জন্য ওকে শুভেচ্ছা।’’
জানা যাচ্ছে, আইএসএলের বাকি মরশুমে ২৪ বছর বয়সী অঙ্কিত এসসি ইস্টবেঙ্গলে খেলতে পারেন। ইস্টবেঙ্গল ইতিমধ্যেই তাদের ৯ জন ঘরোয়া ফুটবলারকে ছেড়ে দিয়েছে। বাকি মরশুমের জন্য তাঁদের লোনে ছেড়ে দেওয়া হয়েছে। ডিফেন্ডার গুরতেজ সিং ও গোলকিপার রফিক আলি সর্দার ইতিমধ্যেই মহমেডানে যোগ দিয়েছেন। তাঁরা আই লিগে খেলবেন।
As per mutual agreement, Ankit Mukherjee and the club have decided to part ways.
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 29, 2020
We wish Ankit all the best in his career going forward! #ATKMohunBagan #Mariners #JoyMohunBagan #IndianFootball pic.twitter.com/9KABhYBT5T
ইস্টবেঙ্গলের ফুটবল আকাদেমির ফসল অঙ্কিত এরিয়ান্সের হয়ে কেরিয়ার শুরু করেন। সেখানে দুই বছর কাটিয়ে ২০১৭ সালে মহমেডানে চলে আসেন। মহমেডানে ভাল খেলায় ২০১৮-১৯ মরশুমে তাঁকে নেয় তৎকালীন অ্যাটলেটিকো দ্য কলকাতা।
আরও পড়ুন: চেন্নাইয়িনের সঙ্গে ড্র করে আইএসএলের শীর্ষে হাবাসের এটিকে-মোহনবাগান
আরও পড়ুন: নেমারের নববর্ষের পার্টিতে ৫০০ জন আমন্ত্রিত, শুরু বিতর্ক
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy