অনির্বাণ লাহিড়ি।
ইতিহাস তৈরি করলেন অনির্বাণ লাহিড়ি। আমেরিকায় প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে রানার-আপ হলেন বাংলার এই গলফার। টাইগার উডস, গ্রেগ নরম্যানের মতো বিখ্যাত গলফাররা এর আগে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন।
অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারেননি অনির্বাণ। মাত্র এক স্ট্রোকের জন্য রানার-আপ হন তিনি। বিশ্বের সবথেকে বেশি পুরস্কার মূল্যের গলফ প্রতিযোগিতাসহল এই প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপ। অনির্বাণ প্রায় সাড়ে ১৬ কোটি টাকা পুরস্কার মূল্য পেয়েছেন। সব মিলিয়ে এটি ১৫০ কোটি টাকার প্রতিযোগিতা।
অস্ট্রেলিয়ার ক্যামেরন স্মিথ চ্যাম্পিয়ন হয়েছেন।
Plenty of praise and a kiss from his daughter ️ pic.twitter.com/bw22vjHmaV
— PGA TOUR (@PGATOUR) March 15, 2022
অনির্বাণ একটিই বড় ভুল করে ফেলেন। পার-৩ এইট অবস্থায় তাঁর শর্ট লক্ষ্যভ্রষ্ট হয়। নিজের পারফরম্যান্সে খুশি অনির্বাণ। বলেন, ‘‘সাত বছর ধরে এই প্রতিযোগিতায় খেলছি। ভাল করতে পারিনি। আজ একটা বড় বোঝা কাঁধ থেকে নামল।’’
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যে নেমেছিলেন, তা অনির্বাণের কথাতেই পরিষ্কার। বলেন, ‘‘অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারতাম। খুব ভাল সুযোগ ছিল। কয়েকটা ভুল করে ফেলেছি, যেগুলো এড়ানো যেত। কিন্তু এটাই গলফ।’’
গত কয়েকটা বছর ভাল যায়নি অনির্বাণের। বলেন, ‘‘মন খুব একটা ভাল ছিল না। শুধু নিজের মতো করে অনুশীলন করে গিয়েছি। সেই জায়গা থেকে বলতে পারি, এতটা এগোতে পারব, ভাবিনি। আমি বেশ অবাকই হয়েছি। টানা দু’বছর একেবারেই ভাল খেলতে পারিনি। হয়ত তারও বেশি সময় ধরে ভাল খেলতে পারিনি। তাই এখন অনেক হালকা লাগছে। এত লম্বা সময় ধরে খারাপ খেলার পর এই সাফল্য আমার কাছে সত্যিই বিরাট।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy